Youtube Policy: ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউবের (Youtube) জনপ্রিয়তার ধারে কাছে বোধহয় কোনও প্ল্যাটফর্মই নেই। তবুও নিত্যনৈমিত্তিক নানা ধরনের Youtube Policy পরিবর্তন করতে থাকে এই সংস্থা। কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিলো যে, ইউটিউব (Youtube) ক্রিয়েটরদের ১০০০ সাবস্ক্রাইবারের পরিবর্তে মাত্র 500 সাবস্ক্রাইবার হলেই পাওয়া যাবে মনিটাইজেশন (Monetization)।
পাশাপাশি ওয়াচ টাইম (Watch Time) চার হাজার ঘণ্টার পরিবর্তে তিন হাজার ঘণ্টা পূর্ণ করতে হবে এবং রিলের জন্য ১০ মিলিয়নের পরিবর্তে ৩ মিলিয়ন ভিউ নির্ধারণ করেছে সংস্থাটি। তবে ইতিমধ্যেই সংস্থাটি আরও একটি পদক্ষেপ নিয়েছে বলে জানা যাচ্ছে। ইউটিউবের নতুন পলিসি সম্পর্কে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পরুন।
নতুন Youtube Policy-টি কি ?
সম্প্রতি, ইউটিউবে একাধিক ফ্যান পেজ রয়েছে, যা অভিনেতা, গায়ক বা সেলিব্রিটিদের নামে খোলা হয়। যদিও এতদিন ইউটিউবে ফ্যান অ্যাকাউন্টের জন্য কোনও নিয়ম ছিল না। তবে এবার থেকে এই সমস্ত অ্যাকাউন্ট গুলির জন্য রইল বিধিনিষেধ। কিন্তু কেন? হঠাৎ এই সিদ্ধান্ত কেন নেওয়া হল সংস্থাটির তরফ থেকে?
আসলে ইউটিউবে অরিজিনাল নির্মাতা এবং ফ্যান পেজের পার্থক্য বোঝার জন্য এই পরিবর্তন করা হয়েছে। সংস্থাটির নতুন নিয়ম অনুযায়ী, 21শে আগস্টের পরে যদি কোনও ভিডিও ক্রিয়েটার তাঁর কনটেন্ট বানানোর ক্ষেত্রে অন্য কোনও চ্যানেলের ভিডিও বা অডিও ব্যবহার করেন তাহলে চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে। এই পলিসি ২১ আগস্ট ২০২৩ থেকে প্রযোজ্য হবে।
তাহলে এক্ষেত্রে কি করণীয়?
নির্মাতাকে বলতে হবে যে এই চ্যানেলটি একটি ফ্যান অ্যাকাউন্ট এবং এটি মূল নির্মাতার প্রতিনিধিত্ব করে না। ব্যবহারকারীরা যাতে আসল এবং ফ্যান অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য করতে পারে এবং সঠিক ব্যক্তি এবং ধারণা অনুসরণ করতে পারে তার জন্য সংস্থা এই নীতি নিয়ে এসেছে।
এই পরিবর্তনের মাধ্যমে ফ্যান অ্যাকাউন্ট বন্ধ করতে এবং ব্যাবহারকারীদের ভুল তথ্য বা প্রতারণা থেকে রক্ষা করার জন্য চেষ্টা করছে এছারাও Youtube আরও একটি বৈশিষ্ট্য নিয়ে এসেছে যা ক্রিয়েটারদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)- এর সাহায্যে একাধিক ভাষায় প্ল্যাটফর্মে ভিডিও ডাব করার অনুমতি দেবে।