New Aston Martin Vantage : সেরা গাড়ি, 3.4 সেকেন্ডে গতি তুলবে ১০০ কিমি! দাম শুনলে চমকে যাবেন।

Avatar

Published on:

Aston Martin সম্প্রতি ভারতে নতুন Vantage লঞ্চ করেছে। কয়েক মাস আগেই বিশ্বব্যাপী এই মডেলের ওপর থেকে পর্দা সরানো হয়েছিল। Aston এর স্পোর্টস ক্যুপ বাইরের দিকে নতুন করে ডিজাইন করা হয়েছে। এছাড়া এই মডেলের অভ্যন্তরীণ ডিজাইনেও কিছু কিছু আপগ্রেড আনা হয়েছে। এতে নতুন ড্যাশ বোর্ড ও নতুন সফটওয়্যার প্ল্যাটফর্ম যুক্ত করা হয়েছে। Vantage-এ 4.0 লিটারের টুইন টার্বো V8 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে পাওয়ারের জন্য বড় বাম্প রয়েছে।‌

Aston Martin Vantage গাড়ির পাওয়ারট্রেন

এই গাড়িতে 4.0 লিটারের টার্বো ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 665 hp শক্তি ও 800 Nm টর্ক উৎপাদন করে। এটি মাত্র 3.4 সেকেন্ডে 0-100 কিলোমিটার/ঘন্টা গতি তুলতে পারে। এই গাড়ি ঘন্টায় সর্বোচ্চ 325 কিলোমিটার বেগে ছুটতে পারে।

Aston Martin Vantage-এক্সটেরিয়র ডিজাইন

Vantage-এর পূর্বসূরির তুলনায় এই নতুন মডেলটির ডিজাইন বেশি অ্যাগ্রেসিভ। এর সামনে বড়ো গ্রিল রয়েছে। এছাড়া বোনেটে ক্যারেক্টার লাইন রয়েছে। এই মডেলের হেডল্যাম্প আগের তুলনায় বড়ো ও আরও বেশি গোল করা হয়েছে। এছাড়া নতুন থ্রি পিস‌ LED DRL দেওয়া হয়েছে। এই মডেলের এক্সটেরিয়র ডিজাইন দেখে আপনাদের One 77 সুপারকারের কথা মনে পড়তে পারে। Vantage-এর ফেন্ডারের এয়ার ডাক্টের লুক খানিকটা পুনরায় ডিজাইন করা হয়েছে। এছাড়া আগের তুলনায় এটি 30 মিলিমিটার বেশি চওড়া। এতে নতুন ফ্রেম ছাড়া আয়না ও দরজার ফ্লাশ ইলেকট্রনিক হ্যান্ডেল যোগ করা হয়েছে।

Aston Martin Vantage-র ফিচার্স

এই গাড়িতে 10.25‌ ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন। এই ডিসপ্লে আপনারা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। এছাড়া 3D লাইভ ম্যাপ, ওয়্যারলেস স্মার্টফোন মিররিং ও ফুট নেভিগেশন ইত্যাদি রয়েছে। এর পাশাপাশি Aston Martin Vantage -এ ক্লাইমেট কন্ট্রোল, গিয়ার সিলেক্টর, এক্সজস্ট, লেন অ্যাসিস্ট ও পার্কিং সেন্সর সহ বেশকিছু ফিচার রয়েছে। এই গাড়িতে নতুন স্টিয়ারিং হুইল ও নতুন ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার যোগ করা হয়েছে।

Aston Martin Vantage-র দাম

ভারতে নতুন Aston Martin Vantage -এর এক্স শোরুম দাম 3.99 কোটি টাকা।