Nano Electric: সিট বেল্ট বেধে নিন! আরারও বাজারে ছড়ি ঘোরাতে এল Nano, দামে সস্তা

Avatar

Published on:

আজকাল ইলেকট্রিক গাড়ির প্রতি মানুষের কৌতূহল অনেকটা বেড়ে গেছে। বর্তমানে পেট্রোল চালিত গাড়ির তুলনায়, ইলেকট্রিক গাড়ির চাহিদাই বেশি। অবশ্য রাস্তায় 90 শতাংশই পেট্রোল চালিত গাড়ি দেখা যায়। কিন্তু যে হারে ইলেকট্রিক গাড়ি বিক্রি হওয়া শুরু হয়েছে, তাতে আগামী কয়েক বছরের মধ্যে ইলেকট্রিক গাড়ির সংখ্যা পেট্রোল চালিত গাড়িকে ছাপিয়ে যাবে। ইলেকট্রিক গাড়িতে জ্বালানি তেলের খরচ না হলেও, এই গাড়িগুলির দাম কিন্তু খুব একটা কম নয়। এবার মার্কেটে হুলুস্থুল ফেলতে আসছে Nano Electric। কত দাম? জেনে নিন আজকের প্রতিবেদনে।

আপনি কি নতুন গাড়ি কেনার প্ল্যান করছেন? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। বিগত কিছু সময় ধরে Nano Electric নিয়ে খুব চর্চা শোনা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এই গাড়ি নতুন ডিজাইন সহ বাজারে লঞ্চ হতে চলেছে। দুর্দান্ত রেঞ্জের এই গাড়ি আপনাদের পছন্দ হতে পারে। এই গাড়িতে শক্তিশালী ব্যাটারি প্যাক দেওয়া থাকবে। এই ব্যাটারির সাহায্যে Nano Electric 300 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করবে।

Nano Electric-র ব্যাটারি ও রেঞ্জ

এই গাড়িতে শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হবে‌। যার সাহায্যে একবার সম্পূর্ণ চার্জে Nano Electric মোটামুটি 300 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। তবে এই গাড়ির ব্যাটারি প্যাক সম্বন্ধে তেমন কোনো তথ্য আমাদের সামনে আসেনি। রিপোর্ট অনুযায়ী, এই গাড়িতে 17 কিলোওয়াটের ব্যাটারি প্যাক ব্যবহার করা হতে পারে।

Nano Electric-র ফিচার্স

এবার আমরা কথা বলব, Nano Electric-এর আধুনিক ফিচার্স সম্বন্ধে। এতে আপনারা পাওয়ার স্টিয়ারিং, ক্লাইমেট কন্ট্রোল, ইনফোটেইনমেন্ট সিস্টেম, পার্কিং সেন্সর আর অটোমেটিক AC পেয়ে যাবেন। এর পাশাপাশি এই গাড়িতে থাকবে ক্যামেরা, এয়ার ব্যাগ আর অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। এছাড়াও এই গাড়িতে আপনারা বেশ কিছু নতুন ফিচার পেয়ে যাবেন।

Nano Electric-র দাম

আপনার যদি Nano Electric-এর দাম সম্পর্কে জানতে চান, তবে বলে রাখি কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত এই গাড়ির দাম জানানো হয়নি। তবে এই গাড়ি সাধারণ মধ্যবিত্ত মানুষের ব্যবহারের জন্য ম্যানুফ্যাকচার করা হয়েছে। তাই এই ইলেকট্রিক গাড়ির আনুমানিক দাম 2 লাখ 50 হাজার টাকা থেকে 3 লাখ টাকার মধ্যে হতে পারে।