New Rajdoot 175: ধামাকা বাইক, Rajdoot-র প্রেমে মজেছেন বাইক প্রেমিরা! দেখলেই চোখ জুড়িয়ে যায়

Avatar

Published on:

এক সময় ভারতীয় বাজারে Rajdoot রাজত্ব করত। তখন বাইক প্রেমীরা এই মডেলটিকে নিজেদের কালেকশনে রাখার জন্য মরিয়া হয়ে থাকতেন। এই বাইকের ওজন বেশ ভারী ছিল। লোহার তৈরি এই বাইকের প্রতি মানুষের ভালোবাসা বছরের পর বছর ধরে দেখা গেছে। এবার নতুন লুকে ফিরতে চলেছে Rajdoot।

New Rajdoot 175: ইঞ্জিন ও পারফরম্যান্স

খুব শীঘ্রই ভারতীয় বাজারে নতুন লুকে ফিরতে চলেছে নব্বই দশকের অন্যতম বিখ্যাত গাড়ি Rajdoot। এই বাইকে 175cc-র অয়েল কুল্ড শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হবে। যা 17 bhp শক্তি ও 16 Nm টর্ক উৎপাদন করবে। ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স থাকবে। নতুন ডিজাইন ও লুক সহ এই বাইকটিকে আবার দেখা যাবে। আগে যেমন এই বাইকের প্রতি ক্রেজ ছিল, আজও তেমন ভালোবাসা দেখতে পাওয়া যায়। এটি প্রতি লিটারে 40 কিলোমিটার মাইলেজ দিতে পারবে।

New Rajdoot 175 বাইকের ডিজাইন

নতুন লুকে ফিরবে Rajdoot। সামনের দিকে গোলাকার হেডল্যাম্প আর হ্যালোজেন লাইট থাকবে। প্রিমিয়াম লুক দেওয়ার জন্য এতে ম্যাট ফিনিশে ব্ল্যাক রং রাখা হতে পারে। তবে ডিজাইনের দিক থেকে পুরোনো Rajdoot -এর কথা আমাদের মনে করাবে।

New Rajdoot বাইকের ফিচার্স

বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক ফিচার্স দেওয়া হবে Rajdoot -এ। এতে স্লিপার ক্লাচ, ব্লুটুথ কানেক্টিভিটি, সেল্ফ স্টার্ট আর USB চার্জিং সাপোর্ট থাকবে। এছাড়া ফুল ভিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল থাকবে। সুরক্ষার দিকেও সম্পূর্ণ খেলা রেখেছে কোম্পানি। এতে ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, সাইড স্ট্যান্ড ও ডবল ডিস্ক ব্রেক থাকবে।

New Rajdoot-র দাম ও লঞ্চ

Rajdoot-এর লঞ্চ সম্পর্কে কোনো তথ্য সামনে আসেনি। তবে এই বাইকের সম্ভাব্য এক্স শোরুম দাম 1.5 লাখ টাকা থেকে 2 লাখ টাকা।