নজরকাড়া লুকে Ford Mustang! তুখোড় ফিচার থেকে নজর সরতে চাইবে না

Avatar

Published on:

অটোমোটিভ সেক্টরে Ford Mustang বিখ্যাত এক নাম। গাড়ি প্রেমীদের মধ্যে উৎসাহ জাগায় এই নাম। বর্তমানে মাস্কুলার বডির গাড়ি বেশ জনপ্রিয়। এই সেক্টরে অল্প সময়ের মধ্যেই ক্যাজুয়াল ড্রাইভার আর গাড়ি প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে Ford Mustang। 2024 -এ Ford তার 60 তম অ্যানিভার্সারি পালন করতে চলেছে। এই উপলক্ষে Ford একটি রেট্রো লুকের মডেল লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।

1964 সালে Ford-এর পথচলা শুরু। Ford Mustang আমেরিকান ডিজাইনকে মনে করায়। এই গাড়ির শক্তিশালী ইঞ্জিন, সাশ্রয়ী মূল্য আর আকর্ষণীয় ডিজাইন গ্রাহকদের ভালো লাগার অন্যতম কারণ। এতগুলো বছরে Ford Mustang এ বেশ কিছু পরিবর্তন এসেছে। সময়ের সাথে সাথে টেকনিক্যাল কিছু আপগ্রেড হয়েছে এই মডেলের। তবে নিজস্বতা হারায়নি।

Shelby GT 350 লঞ্চের পর থেকে লুক আর আধুনিক টেকনোলজির মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছে। সময়ের সাথে সাথে Ford Mustang রেঞ্জ বৃদ্ধি পেয়েছে। হয়ে উঠেছে আরও বেশি শক্তিশালী আর আকর্ষণীয়। 60 তম অ্যানিভার্সারি উপলক্ষে Ford লঞ্চ করতে চলেছে তাদের নতুন Mustang। Ford Mustang GT 500-র মতো মডেলের থেকে অনুপ্রেরণা নিয়ে এই নতুন গাড়িতে আধুনিক টেকনোলজি আর ভিন্টেজ স্টাইলিং যুক্ত করা হয়েছে। এই গাড়িতে রয়েছে লম্বা হুড ও ছোট ডেক। এর পাশাপাশি রয়েছে গ্রিল। যুগ যতই এগিয়ে যাক পুরনো জিনিসের প্রতি মানুষের ভালোবাসা সব সময় একই রকম থাকে। বলা ভালো রেট্রো জিনিসের প্রতি মানুষের ভালোবাসা সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে।‌

এখন ভিন্টেজ ভিডিও গেম থেকে শুরু করে ভিন্টেজ গাড়ি সবকিছুই ট্রেন্ডে চলছে। গ্রাহকরা এখন এই ধরনের জিনিস কিনতে পছন্দ করেন। পুরনো দিনের সহজ সরল জীবনের কথা মনে করায় এই ভিন্টেজ জিনিসগুলি।‌ নতুনত্বের পাশাপাশি এই গাড়িতে রয়েছে পুরনো দিনের ছোঁয়া। এতে যতই রেট্রো লুক থাকুক না কেন, মডেলটি কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে। এতে রয়েছে সেলফ ড্রাইভিং সিস্টেম। আগের তুলনায় বেশ কিছু পরিবর্তন এসেছে Ford Mustang -এ। ক্লাসিক ডিজাইনের এই মডেলটি 3 টি রংয়ের অপশনে পেয়ে যাবেন- হোয়াইট, রেস রেড আর ভ্যাপর‌ রেড। কন্ট্রাস্টের জন্য এই গাড়ির দরজা সিলভার অথবা রেড রঙে রাখা হয়েছে।

Ford Mustang-এর পাওয়ারট্রেন

এই গাড়ি কেবলমাত্র GT প্রিমিয়াম স্পেকে পাবেন। অর্থাৎ এতে 5.0 লিটার, Coyote V8 ইঞ্জিন থাকবে। যা 480 hp শক্তি ও 560 Nm টর্ক উৎপাদন করবে। এছাড়া 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন অথবা 10 স্পিড অটোমেটিক ড্রাইভিং রেয়ার হুইল থাকবে।