Abarth Classiche 1300 OT: অবিশ্বাস্য গতি, মুগ্ধ করবে গাড়ির লুক! অনবদ্য এই গাড়ি নিয়ে চর্চা তুঙ্গে!

Avatar

Published on:

Abarth তাদের 75 তম অ্যানিভার্সিরি সেলিব্রেট করতে নতুন রেট্রো টু-সিট কুপের ওপর থেকে পর্দা সরিয়েছে। Alfa Romeo 4C-কে কেন্দ্র করে Abarth Classiche 1300 OT আনা হয়েছে। এই মডেলটি 1965 সালের Fiat-Abarth OT 1300 রেসিং গাড়ির ‘মডার্ণ রিইনটারপ্রিটেশন’। সেই সময় এটি নুরবার্গরিং, মোনজা আর মুগেলোতে হাই-প্রোফাইল ভিকট্রি লাভ করেছিল।

Abarth Classiche 1300 OT একই রকমভাবে 2021 1000 SP স্পেশাল এডিশনকে অনুসরণ করেছে। এটিও 4C-কে কেন্দ্র করে তৈরি হয়েছিল। স্টাইল, পারফরম্যান্স আর ইতিহাসের মেলবন্ধন ঘটেছে এই নতুন Abarth Classiche 1300 OT তে। এই গাড়ির মেকানিকাল দিকটি Abarth Classiche 1000 SP থেকে নেওয়া।

এখন Abarth Classiche 1300 OT তে কার্বন ফাইবারের ব্যবহার করা হয়েছে। ঐতিহাসিক গাড়ির ‘পেরিস্কোপ’ আরও একবার আপনারা এই নতুন মডেলে দেখতে পাবেন। গাড়িটি ঠান্ডা রাখার জন্য প্লেক্সিগ্লাস রেয়ার উইন্ডোর ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন কম্পার্টমেন্টের জন্য পিছন দিকে বড়ো গ্রিল রাখা হয়েছে। এতে ‘Abarth’ লেখা আছে।

এই গাড়ির সামনের দিকের কার্ভ পুরোনো Abarth স্পোর্টস গাড়ির কথা মনে করিয়ে দেয়। Abarth Classiche 1300 OT পুরোনো Fiat-Abarth OT 1300-কে সম্মান জানানোর জন্য উপযুক্ত মাধ্যম। Abarth ব্র্যান্ড একসময় বহু মানুষের মনে জায়গা করে নিয়েছিল। গোটা বিশ্বে এই ব্র্যান্ডের ফ্যান ছড়িয়ে আছে। আপনারা চাইলে Abarth Classiche 1300 OT অর্ডার করতে পারবেন। মাত্র 5 ইউনিট মডেল তৈরি করা হবে। এই সুযোগ হাতছাড়া করবেন না। তাড়াতাড়ি বুকিং করুন।