Matter Aera: পেট্রোলের দুশ্চিন্তা থেকে ছুটি! মধ্যবিত্তদের স্বপ্ন পূরণে একেবারে সস্তা বাইক

Avatar

Published on:

আপনি কি নতুন ইলেকট্রিক বাইক কিনতে চাইছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য বিশেষ উপকারী হতে চলেছে। Matter Aera ইলেকট্রিক বাইকের ফিচার্স সম্বন্ধে জানলে অবাক হয়ে যাবেন। বর্তমানে গ্রাহকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই ইলেকট্রিক বাইকটি। শক্তিশালী মোটর আর দুর্দান্ত রেঞ্জের এই ইলেকট্রিক বাইক সম্পর্কে জেনে নিন।

বর্তমান সময়ে পেট্রোল চালিত বাইকের তুলনায় ইলেকট্রিক বাইকের চাহিদা বেশি। মার্কেটে আপনারা বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক বাইক দেখতে পেয়ে যাবেন। আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Matter Aera সম্পর্কে। এই ইলেকট্রিক বাইকে 10 কিলোওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে। এতে আপনারা 2 টি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। একবার চার্জ দিলেই 125 কিলোমিটার রেঞ্জ দিতে পারে এই মডেল।

Matter Aera বাইকের মোটর ও রেঞ্জ

Matter Aera ইলেকট্রিক বাইকে 10 কিলোওয়াটের শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে। এই বাইকে ব্যবহৃত ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে 5 ঘন্টা সময় নেয়। এটি একবার চার্জ হয়ে গেলে 125 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ছুটতে পারে Matter Aera। এই ইলেকট্রিক বাইকে 2 টি ভেরিয়েন্ট রয়েছে। যথা – 5000 ও 5000+।

Matter Aera বাইকের ফিচার

এই ইলেকট্রিক বাইকে অ্যালয় হুইলের ব্যবহার করা হয়েছে। এতে ডিজিটাল ট্যাকোমিটার, ডিজিটাল ওডোমিটার, স্প্লিট সিট, হ্যাজার্ড ওয়ার্নিং সুইচ, রেডিয়াল টায়ার, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর, সিঙ্গেল চ্যানেল এন্টি-লক ব্রেকিং সিস্টেম ইত্যাদি রয়েছে। এই ইলেকট্রিক বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার। এছাড়া এই ইলেকট্রিক বাইকে এভারেজ স্পিড ইন্ডিকেটর, লো ব্যাটারি ইন্ডিকেটর, ফ্রন্ট স্টোরেজ বক্স ইত্যাদি রয়েছে।

Matter Aera বাইকের দাম কত?

এই ইলেকট্রিক বাইকের এক্স শোরুম দাম 1.74 লাখ টাকা থেকে 1.84 লাখ টাকা‌।