Yamaha R3: অর্ধেক দামে Yamaha R3! বড় সুযোগ হাতছাড়া না হয়, কিভাবে দেখুন

Avatar

Published on:

আপনি কি নতুন বাইক কিনতে চাইছেন? বাজেটের জন্য কিনতে পারছেন না! এবার স্মার্টফোনের দামে কিনে ফেলুন বাইক। আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Yamaha R3 -এর সম্পর্কে। বর্তমান সময়ে শক্তিশালী স্পোর্টস বাইক কিনতে গেলে 5 লাখ টাকার বেশি খরচ হয়ে যায়, কিন্তু এই বাইকটি আপনারা 50 শতাংশ ছাড়ে কিনতে পারবেন।

Yamaha একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানির শক্তিশালী স্পোর্টস বাইক Yamaha R3 তে আপনারা পেয়ে যাবেন দারুন ডিল। এই বাইক আপনারা 50 শতাংশ ছাড়ে কিনতে পারবেন। বাজেট কম থাকলে এই ডিলের সুযোগ লুফে নিন।

Yamaha R3 বাইকের ইঞ্জিন

এই স্পোর্টস বাইকে 321cc -র 4 ভালভ 2 সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে। যা 41.4 bhp শক্তি ও 29.5 Nm টর্ক উৎপাদন করে। সাথে রয়েছে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। Yamaha R3 তে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ রয়েছে। 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে।

স্মার্টফোনের দামে Yamaha R3

আপনাদের জানিয়ে রাখি, Yamaha R3-র এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 4.64 লাখ টাকা থেকে। আর এই মডেলের অন রোড দাম 5 লাখ টাকা থেকে 5 লাখ 20 হাজার টাকার মধ্যে পড়ে। কিন্তু এবার আপনারা মাত্র 2 লাখ 50 হাজার টাকায় কিনতে পারবেন এই স্পোর্টস বাইক। তবে মডেলটি সেকেন্ড হ্যান্ড।

এখন অনেকেই সেকেন্ড হ্যান্ড বাইক ব্যবহার করেন। সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কেনাবেচার জন্য আলাদা ওয়েবসাইট রয়েছে। আপনি যদি মধ্যবিত্ত পরিবারের মানুষ হয়ে থাকেন আর সেকেন্ড হ্যান্ড বাইক কেনার কথা ভেবে থাকেন তবে এই ডিলের সুযোগ নিতে পারেন। এটি 2018 সালের পুরোনো মডেল। এখনও পর্যন্ত 25 হাজার কিলোমিটার চলেছে। বাইকে কোনো স্ক্র্যাচ নেই। এটি দিল্লির করোল বাগে সরস্বতী মোটরে গেলে দেখতে পাবেন।