Triumph Trident 660: বাহুবলি ইঞ্জিন সহ দুর্দান্ত লুক! আরাম এমন যে চালাতে ইচ্ছা করবে বারবার

Avatar

Updated on:

বর্তমান সময়ে টু-হুইলারের প্রতি মানুষের চাহিদা অনেক বেড়ে গেছে। আপনারা ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের মডেল পেয়ে যাবেন। বাইকগুলিতে একাধিক আধুনিক ফিচার আর শক্তিশালী ইঞ্জিন রয়েছেন। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের একটি নতুন বাইকের সম্বন্ধে বলব।

Triumph প্রিমিয়াম কোয়ালিটির সুপার বাইক লাঞ্চ করে। এই কোম্পানির একটি মডেল হল Triumph Trident 660। এটি প্রতি লিটারে 15 কিলোমিটার মাইলেজ দেয়। এতে রয়েছে 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স।

Triumph Trident 660 বাইকের ইঞ্জিন

এটি একটি স্ট্রিট বাইক। এই বাইকে 660cc-র BS6 ইঞ্জিন রয়েছে। যা 81 Ps শক্তি ও 64 Nm টর্ক উৎপাদন করে। ইঞ্জিনের সাথেই রয়েছে 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। Triumph Trident 660 প্রতি লিটারে 15 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Triumph Trident 660-র আধুনিক ফিচার্স

Triumph Trident 660 বাইকে শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি রয়েছে আধুনিক ফিচার্স। এতে আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, লো ফুয়েল ইন্ডিকেটর, LED হেডলাইট, LED টেইল লাইট, টার্ন সিগন্যাল ও USB চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই বাইকে সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল, রাইড বাই ওয়্যার থ্রাটল-এর মতো সেফটি ফিচার্স রয়েছে। Triumph Trident 660 বাইকে 2 টি রাইডিং মোড রয়েছে- রোড ও রেইন।

এছাড়া এই বাইকে আপ সাইড ডাউন ফ্রন্ট ফোর্ক আর রেয়ার মনোশক সাসপেনশন রয়েছে। এছাড়া সামনের চাকায় 310 মিলিমিটারের টুইন ডিস্ক ব্রেক ও পিছনের চাকায় 255 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক ব্রেক রয়েছে।

Triumph Trident 660 বাইকের দাম

ভারতে Triumph Trident 660 বাইকের দাম 8 লাখ 24 হাজার 947 টাকার আশেপাশে। এটি আপনারা একটিমাত্র ভেরিয়েন্টে 5 টি রঙের বিকল্প সহ পেয়ে যাবেন।