EXE 181: চোখ সরাতে পারবেন না চ্যালেঞ্জ! অবিশ্বাস্য গতি, লুকের জাদুতে মজেছে নেটদুনিয়া

Avatar

Published on:

বিশ্বজুড়ে সাধারণ গাড়ির পাশাপাশি ইলেকট্রিক গাড়ির চাহিদা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। MG তার EXE 181 কনসেপ্টের ওপর থেকে পর্দা সরিয়েছে। এটি অটো চায়না 2024-এ পাবলিক ডেবিউ করেছিল। MG Motors-এর ইলেকট্রিক কনসেপ্ট হাইপার কার হল এই EXE 181।

EXE 181-এর ডিজাইন

কোম্পানি নতুন হাইপার কার কনসেপ্ট EXE 181 কে EX 181-এর থেকে প্রেরণা নিয়ে বানানো হয়েছে। এই মডেলের ডিজাইন বেশ আকর্ষণীয় করা হয়েছে। লুকের দিক থেকে এটি খানিকটা UFO-এর মতো। সিঙ্গেল সিটের পাশাপাশি এতে এয়ার ব্রেকের মতো ফিচার দেওয়া হয়েছে। এই গাড়ির স্পিড এত বেশি যে, এটি থামানোর জন্য প্যারাসুটের প্রয়োজন হয়।

MG আপাতত EXE 181 হাইপার কারকে কনসেপ্ট হিসেবে বাজারে এনেছে। তাই এই মডেলের বেশি তথ্য সবার সামনে আনা হয়নি। তবে এই গাড়ির প্রতিটি চাকার জন্য পৃথক পৃথক মোটরের ব্যবহার করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, EXE 181 মাত্র 1.9 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার/ঘন্টার গতিতে চালানো সম্ভব। প্রতি ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ 415 কিলোমিটার। এতে 1000 হর্সপাওয়ারের মোটর ব্যবহার করা হবে।

EXE 181-এর লঞ্চ ডেট

কোম্পানি আপাতত এই গাড়ির কনসেপ্ট সামনে এনেছে। এখনও EXE 181-এর প্রোডাকশন হয়নি। এছাড়া প্রোডাকশনের পরেও বেশকিছু টেস্টিং করা হবে। এই গাড়ি ভারতে লঞ্চ হতে এখনও 2 বছর থেকে 4 বছর সময় লেগে যাবে।