Citroen Ami : সাধ্যের মধ্যেই স্বপ্নপূরন! চেহারা যেন ছোট হাল্ক, পকেটে কত থাকলে কেনা যাবে

Avatar

Published on:

ফ্রেঞ্চ কারমেকার Citroen-এর দুই সিটের Ami একটি কমপ্যাক্ট ফোর হুইলার। এতে আপনারা আধুনিক ফিচার্স পেয়ে যাবেন। যাঁরা বাজেট ফ্রেন্ডলি দামে গাড়ি কিনতে চাইছেন, তাঁদের এই মডেলটি ভালো লাগতে পারে। ইতিমধ্যে কোম্পানি এই সম্বন্ধে হিন্ট দিয়েছে। আমেরিকান বাজারে ক্রেতারা এই মডেলটি নিজেদের সাধ্যের মধ্যে কিনতে পারবেন। এটি ক্রেতারা Free2Move সাবস্ক্রিপশন সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন।

ব্র্যান্ডের Free2Move সাবস্ক্রিপশন সার্ভিসের আওতায় Citroen Ami আপনারা মাসিক ফি-এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এর সাথে Peugeot আর Citroen-এর তরফ থেকে ইলেকট্রিক অফার পাবেন। এছাড়া ইন্সুরেন্স ও মেইনটেনেন্স ফি সহ মাসে মাসে ভাড়া দিতে পারবেন। এই ধরনের সাবস্ক্রিপশন সার্ভিস 2019 সালে PSA গ্রুপের মারফত ইউরোপে চালু হয়েছিল। এই সার্ভিস পরে আমেরিকায় ছড়িয়ে পড়ে।

Citroen Ami: ব্যাটারি ও পারফরম্যান্স

Citroen Ami একটি ইলেকট্রিক গাড়ি। ফলে আপনাদের জ্বালানি তেলের খরচ বেঁচে যাবে। এই গাড়িতে 6 কিলোওয়াটের মোটর রয়েছে। আর এতে রয়েছে 5.5 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 45 কিলোমিটার বেগে ছুটতে পারে এই গাড়ি। এটি একবার সম্পূর্ণ চার্জে 70 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।

Citroen Ami: ডিজাইন

Citroen Ami -র বডিওয়ার্ক বেশির ভাগ প্লাস্টিকের। এতে নো-ফ্রিলস্ ইন্টেরিয়র রয়েছে। এই গাড়ির দৈর্ঘ্য 2.41 মিটার, প্রস্থ 1.39 মিটার আর উচ্চতা 1.52 মিটার। এই ইলেকট্রিক গাড়িতে 14 ইঞ্চির চাকা রয়েছে। আপনারা যদি Citroen Ami -র 2 টি সিট সরিয়ে ফেলেন তবে এটি ডেলিভারি গাড়িতে পরিণত হবে। 260 লিটারের লাগেজ স্পেস আর 140 কেজি পর্যন্ত ভার বহনের ক্ষমতা রয়েছে এই গাড়ির। এটি আপনারা ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি কুরিয়ার ও ডেলিভারি সার্ভিসের জন্যেও ব্যবহার করতে পারবেন।

14 বছরের বাচ্চাও Citroen Ami চালাতে পারবে!

ফরাসি আইন অনুযায়ী, Citroen Ami হালকা ইলেকট্রিক কোয়াড্রিসাইকেলের বিভাগে পড়ে। ফলে এটি চালাতে কোনো লাইসেন্সের দরকার নেই। 14 বছরের বাচ্চাও এই গাড়ি চালাতে পারবে।

Citroen Ami ইলেকট্রিক গাড়ির দাম

ইউরোপে এই ইলেকট্রিক গাড়ির দাম 7 হাজার ডলার। তবে আপনারা সাবস্ক্রিপশন নিলে বাজেট ফ্রেন্ডলি দামে পেয়ে যাবেন। আপাতত Citroen Ami আপনার কেবলমাত্র ইউরোপের কিছু কিছু দেশে পাবেন।