অপেক্ষায় গোটা দেশ, 90’স এর রানী! মাত্র 10 টাকায় 110 কিমি রেঞ্জ সহ বাজারে Kinetic Luna

Avatar

Published on:

Kinetic Luna electric scooter: আমাদের দেশে ক্রমাগত ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা বেড়েই চলেছে। এই সেক্টরে প্রতিদিন নতুন নতুন ইলেকট্রিক টু-হুইলার লঞ্চ হচ্ছে। এমন সময় নব্বই দশকের বিখ্যাত গাড়ি Luna নতুন আপডেট সহ লঞ্চ হতে চলেছে। তৎকালীন সময়ে এই মপেডকে টু-হুইলার সেক্টরের রানী বলা হত। কিন্তু বিভিন্ন কারণে কোম্পানি এই টু-হুইলারের প্রোডাকশন বন্ধ করে দেয়।

এতগুলো বছর পর আবার ফিরতে চলেছে Luna। তবে এবার ইলেকট্রিক ভার্সনে লঞ্চ হবে এই গাড়ি। Kinetic Green নিজেদের এই বিখ্যাত মডেলকে আকর্ষণীয় লুক আর দুর্দান্ত ব্যাটারি প্যাক সহ লঞ্চ করতে চলেছে।

Kinetic Luna ইলেকট্রিক স্কুটার

এই নতুন ইলেকট্রিক স্কুটারকে Kinetic Green নিম্নবিত্ত আর মধ্যবিত্ত পরিবারের কথা ভেবেই ডিজাইন করেছে। এই মপেড মাত্র 10 টাকায় 110 কিলোমিটার পথ যেতে পারে। সম্প্রতি এই মডেলটি বিখ্যাত অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে রেজিস্টার্ড করা হয়েছে। আর কয়েকদিন পরেই এটি আপনারা ফ্লিপকার্ট মারফত কিনতে পারবেন। এর সাথে ইলেকট্রিক ভেরিয়েন্ট যুক্ত করা হয়েছে।

Kinetic Luna-র ব্যাটারি

এই ইলেকট্রিক স্কুটারে কোম্পানি দুটি ব্যাটারি ক্যাপাসিটির ভেরিয়েন্ট নিয়ে এসেছে। এতে 1.7 কিলোওয়াট আওয়ার ও 2 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। একবার সম্পূর্ণ চার্জ দিলে 1.7kwh ব্যাটারি ভেরিয়েন্ট 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। অপরদিকে 2kWh ভেরিয়েন্ট 110 কিলোমিটার রেঞ্জ দিয়ে থাকে। এই ইলেকট্রিক স্কুটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ছুটতে পারে। Kinetic Luna -র ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় 4 ঘন্টা থেকে 5 ঘন্টা।

Kinetic Luna ইলেকট্রিক স্কুটারের ফিচার্স

এই ইলেকট্রিক স্কুটারে 4 টি রাইডিং মোড রয়েছে- ইকো, সিটি, স্পিড আর স্মার্ট। এতে সাইড স্ট্যান্ড সেন্সর, সেফটি লক, ফ্রন্ট গার্ড, লাগেজ টাঙানোর জন্য হুক আর USB চার্জিং সাপোর্ট রয়েছে।

Kinetic Luna ইলেকট্রিক স্কুটারের দাম

Kinetic Luna তে আপনারা দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন- E Luna X1 আর E Luna X2। এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম দাম 69 হাজার 990 টাকা থেকে 79 হাজার 990 টাকার মধ্যে।