Royal Enfield Super Meteor 650: লুকে বাজার সেরা, বাহুবলী ইঞ্জিন! চোখ সরাতে পারবেন না চ্যালেঞ্জ

Avatar

Updated on:

বাইক প্রেমীদের মধ্যে অনেকেই কাস্টমাইজ বাইক কিনতে পছন্দ করেন। আমেরিকার একটি দোকান Baxter Cycle, মোটরসাইকেল কাস্টমাইজ করে থাকে। এবার তারা Royal Enfield আর Triumph -এর মোটরসাইকেল Royal Enfield Super Meteor 650 এর উপর ভিত্তি করে কাস্টমাইজ করেছে। এই কাস্টমাইজ বাইকটি Harley Davidson Sportster S এর মতো দেখতে লাগলেও এই মডেলে খুব অল্প পরিমাণে নতুন এলিমেন্ট যুক্ত করা হয়েছে।

এই বাইকের ডিজাইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সবার প্রথমেই এতে রয়েছে Bates স্টাইলের হেড লাইট। এটি Super Meteor এর থেকে ছোট। এছাড়া Royal Enfield Super Meteor 650 এর হ্যান্ডেলবার পরিবর্তন করে BSA ওয়েস্টার্ন মিনি অ্যাপ হ্যান্ডেল বার যুক্ত করা হয়েছে। এটি ক্রুজার বাইকের জন্য একদম উপযুক্ত। তবে ফুটপেগ পজিশনে কোন বদল আসেনি। কিন্তু এই মডেলে Royal Enfield -এর Black Deluxe Rider মডেলের ফুটপেগ যুক্ত করা হয়েছে। এই ক্রুজার বাইকের রাইডিং এক্সপেরিয়েন্স একই রাখার জন্য তেমন কোন পরিবর্তন আনা হয়নি।

তবে ইঞ্জিন সেকশন আপগ্রেড করা হয়েছে। এখন এই বাইকে Royal Enfield Super Meteor -এর টুইন এক্সজস্টের বদলে Zard হাই রাইস স্ক্র্যাম্বলার অথবা ফ্ল্যাট ট্র্যাক এক্সজস্ট সিস্টেম যুক্ত করা হয়েছে। এটি Royal Enfield Interceptor 650 আর Royal Enfield Continental GT 650 -র জন্য তৈরি করা হয়েছিল। তা সত্ত্বেও Royal Enfield Super Meteor 650 -এর সাথে বেশ ভালো মানিয়ে গেছে। এই কারণেই মূলত Harley Davidson Sportster S -এর মতো দেখতে লাগছে এই ক্রুজার বাইকটিকে।

এই বাইকের রেয়ার ফেন্ডার বদলে লেক্টর টেইল লাইট যুক্ত করা হয়েছে। এছাড়া স্টক টায়ারের পরিবর্তে যুক্ত করা হয়েছে Shinko 804/805 ব্লক প্যাটার্ন অ্যাডভেঞ্চার টায়ার। এই ধরনের পরিবর্তন ছাড়া Royal Enfield Super Meteor 650 -এ তেমন কোন আপগ্রেড করা হয়নি। এই বাইকে 648cc -র এয়ার ও অয়েল কুল্ড প্যারালাল টুইন ইঞ্জিন রয়েছে। যা 47 Ps শক্তি ও 52 Nm টর্ক উৎপাদন করে।