বর্তমানে মেসেজিং অ্যাপ গুলির মধ্যে WhatsApp হল বিশ্বের সবথেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে এদের অসংখ্য ইউজার। এই সংস্থা তাদের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে একের পর এক অত্যাধুনিক ফিচার। এর ফলে ইউজারদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ধীরে ধীরে ভাল হচ্ছে।
3 টি নতুন Whatsapp Features যা আপনার জানা দরকার
হোয়াটসঅ্যাপ সম্প্রতি কয়েকটি নতুন বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে বলে জানা যাচ্ছে। এই ফিচার দিলি দেখে নেওয়া যাক এক নজরে।
হোয়াটসঅ্যাপ পিন মেসেজ: মেটা-মালিকানাধীন হোয়াটসঅ্যাপ মেসেজ পিন ডিউরেশন নামে একটি নতুন বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে বলে জানা গেছে। WaBetaInfo তথ্য অনুযায়ী, ইউজাররা তাদের মেসেজ পিন করে রাখতে পারবেন, এটি পার্সোনাল বা গ্রুপ চ্যাটের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
সংস্থাটি মেসেজ পিন করার সময়সীমা কে যথাক্রমে ২৪ ঘণ্টা, ৭ দিন এবং ৩০ দিন, এই তিনটি বিকল্প ব্যবহার করতে পারবেন। ইউজাররা চাইলে মেসেজ আনপিন করতে পারে, তবে সেক্ষেত্রে সময়সীমা শেষ হওয়ার আগে করতে হবে।
হোয়াটসঅ্যাপে হাই-ডেফিনিশন ভিডিও শেয়ারিং: সম্প্রতি কিছু দিন আগেই জানা গিয়েছিলো হাই-ডেফিনিশন ফটো শেয়ার করা যাবে। তবে এবার ছবির পাশাপাশি পাঠানো যাবে HD কোয়ালিটির ভিডিও, এমনটাই জানা যাচ্ছে WaBetaInfo তথ্য অনুযায়ী।
ভিডিও পাঠানোর সময় স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং এইচডি কোয়ালিটি এই দুটি বিকল্প দেখা যাবে। যদিও এই সুবিধা এখনও পর্যন্ত কিছু সংখ্যক ইউজারের জন্য উপলব্ধ, তবে চিন্তার কিছু নেই নতুন উপডেটটি শীঘ্রই সমস্ত বিটা ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
কিউআর কোড দ্বারা চ্যাট ট্রান্সফার: এই ফিচারের সাহায্যে ইউজাররা QR কোড ব্যবহার করে এক ফোন থেকে অন্য ফোনে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার (Whatsapp Chat Transfer) করতে পারবেন।
এক ডিভাইস থেকে অন্যটিতে হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার করা হলেও দুটো ডিভাইসেই চ্যাট হিস্ট্রি বজায় থাকবে। তবে মনে রাখবেন ট্রান্সফারের সময় যেনও দুটি ডিভাইস ওয়াইফাই নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে। চ্যাট ট্রান্সফারের পদ্ধতি হল Settings > Chats > Chats Transfer > Scan the QR code- এটি।