Gmail New Features : আজকাল AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স চমক দেখাচ্ছে সারা বিশ্বজুড়ে। বর্তমানে AI প্ল্যাটফর্মগুলি মানুষের কাজকে সহজ থেকে সহজতর করে দিয়েছে। যে কোনো কিছু লেখা, সার্চ করা সিভি তৈরি করা, গল্প লেখা সবকিছুই করে দিচ্ছে এআই। গুগলেও যুক্ত হয়েছে এআই চ্যাটবট বার্ড (Bard AI)। এখন থেকে চ্যাটজিপিটির মতোই বার্ডে এই কাজগুলো করতে পারবেন। জি-মেইলও পিছিয়ে নেই, এই Gmail New Features নিজেই আপনাকে আপনার প্রয়োজন মতো মেইল লিখে দেবে এআইয়ের মাধ্যমে। ফিচার্সটির নাম হচ্ছে ‘হেল্প মি রাইট’, এতে আপনি যেমন ইনপুট দেবেন জি-মেইল ঠিক তেমনই একটা ই-মেইল আপনার জন্য লিখে দেবে।
এই Gmail New Features ব্যবহারের নিয়ম
এছাড়াও এখন ডক্স, ফটোস ইত্যাদি গুগলের একাধিক পরিষেবায় এআই যুক্ত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে জরুরি বৈশিষ্ট্যটি হলো এ ‘হেল্প মি রাইট’। ই-মেইল কম্পোজ ছাড়াও আরও অনেক কাজ করে দেবে ফিচারটি। চলুন দেখে নেওয়া যাক ফিচারটি কীভাবে ব্যবহার করবেন,
- প্রথমেই আপনার জি-মেইল অ্যাকাউন্টটি খুলে কম্পোজ অপশনে ক্লিক করুন।
- কম্পোজ উইন্ডোর নিচে দেখতে পাবেন ‘হেল্প মি রাইট’ বাটনটি। সেখানে ক্লিক করুন।
- আপনি ই-মেইলকে দিয়ে কিছু লেখাতে চাইলে, প্রম্পট বক্সে সেই বিষয়ে ছোট করে একটা বর্ণনা লিখে দিতে হবে, যেমন ধরুন আপনি টাইপ করতে পারেন, ‘ছুটির দরখাস্তের আবেদন জানিয়ে আমার জন্য একটা ই-মেইল লিখুন’ অথবা ‘একটি ইভেন্টে যোগ দিতে না পারার বিষয়ে মেইল পাঠান’ ইত্যাদির মতো জরুরি বিষয়।
- ‘ক্রিয়েট’ অপশনে ক্লিক করুন এবং জি-মেইল আপনার ই-মেইলের জন্য একটি ড্রাফট জেনারেট করবে। আপনি সেই ড্রাফট এডিট করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে।
- জি-মেইল দ্বারা লেখা মেইল যদি আপনার পছন্দ হয়, তাহলে ‘ইনসার্ট’ অপশনে ক্লিক করুন।
- সব কাজ হয়ে গেলেই ‘সেন্ড’ অপশনে ক্লিক করুন।
তবে জানিয়ে রাখি, এই Gmail New Features এখনও অবধি সমস্ত ডিভাইসে উপলব্ধ হয়নি, কিছু কিছু iOS এবং Android ডিভাইসেই চালু হয়েছে। আশা করা যায় আগামী কিছুদিনের মধ্যেই সমস্ত ডিভাইসে এই ‘হেল্প মি রাইট’ ফিচার্সটি উপলব্ধ হয়ে যাবে।