Pan Aadhaar Link last date today: সরকারের তরফ থেকে বারংবার সময়সীমা বাড়ানো হয়েছে, অবশেষে আজ শেষ দিন আধারের সঙ্গে প্যান লিঙ্ক (Pan Aadhaar Link last date today) করার। যে সকল ব্যক্তিরা এই লিঙ্ক করেননি তাদের দ্রুত এই কাজটি সম্পূর্ণ করতে হবে। নাহলে নিস্ক্রিয় হয়ে যেতে পারে আপনার প্যান কার্ডটি।
২৮ মার্চ সরকারের তরফ থেকে শেষ নির্দেশিকা অনুসারে, প্যান আধার লিঙ্ক করার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ৩০ জুন ২০২৩। অর্থাৎ আজই শেষ দিন হাতে আছে মাত্র কয়েক ঘণ্টা। কাল থেকে আপনিও হইত বঞ্চিত হতে পারেন বিভিন্ন আর্থিক পরিষেবা থেকে। তবে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত সময়সীমা নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। কাল অর্থাৎ ১ জুলাই ২০২৩ থেকে যে সকল সমস্যার সম্মুখীন হতে হবে,সেগুলি দেখে নেওয়া যাক।
Pan Aadhaar Link করা না থাকলে যে যে সমস্যায় পরতে পারেন
- নিস্ক্রিয় হয়ে যাবে আপনার প্যান কার্ড।
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হোক বা ফিক্সড ডিপোজিট হোক বা মিউচুয়াল ফান্ড হোক কোনটাই করা যাবে না।
- আয়কর রিটার্নও দাখিল করা যাবে না।
- পুরনো আয়কর বিভাগের রিটার্নের ক্ষেত্রে টাকা ফেরত পাওয়া যাবেনা।
- আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করার কারণে যদি প্যান কার্ড লক হয়ে যায়, তবে আপনি এমন কোনও সুবিধা নিতে পারবেন না যেখানে প্যান কার্ড বাধ্যতামূলক।
- এছারাও বঞ্চিত হতে পারেন বিভিন্ন আর্থিক পরিষেবা থেকে।
কি করে Pan Aadhaar Link করবেন?
- প্রথমে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন।
- ওপেন করার পর কুইক লিংকের মধ্যে লিঙ্ক আধার-এ ক্লিক করুন।
- তারপর আপনার আপনার PAN এবং Aadhaar নম্বর লিখুন।
- এরপর আপনার আধার এবং প্যান কার্ডের বিবরণ যাচাই করুন।
- মিলে যাবার পর, আপনার আধার নম্বর লিখুন এবং মোবাইল নম্বর দিয়ে লিঙ্ক আধার অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার মোবাইলে ওটিপি আসবে, এবার ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে পক্রিয়াটি সম্পূর্ণ করুন।