৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Nothing Phone 2

Nothing Phone 2 ফোনটি ৩টি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে, রইল দাম এবং ফোনের খুঁটি নাটি ফিচার

গতকাল অর্থাৎ ১১ জুলাই স্মার্টফোন কোম্পানি Nothing তাদের বহুল প্রতীক্ষিত স্মার্টফোন Nothing Phone 2 লঞ্চ করেছে ভারতীয় বাজারে। কোম্পানির এটি দ্বিতীয় ফোন, অনেক দিন ধরেই এই ফোনটি বেশ ট্রেন্ডিং টপিক হয়ে উঠেছে। গতবছর Nothing Phone 1 লঞ্চ করা হয়েছিল ১ জুলাই, যার দাম নির্ধারণ করা হয়েছিলো ৩২৯৯৯ টাকা।

কিন্তু পরবর্তীকালে ১০০০ টাকা দাম বাড়ানো হয়েছিলো সংস্থার তরফ থেকে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় বাজারে পা রেখেছে। চলুন দেখে নেওয়া যাক নতুন ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে সমস্ত তথ্য।

Nothing Phone 2 এর দাম এবং কি ভাবে কিনবেন?

এই ফোনটি ৩টি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে। যে গুলি হল ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের মডেলটির দাম ৪৪,৯৯৯ টাকা। দ্বিতীয়টি ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হল ৪৯,৯৯৯ টাকা। অন্যটির দাম হল ৫৪.৯৯৯ টাকা, যা ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি ভেরিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে।

ফোনফুলি  ডার্ক গ্রে এবং হোয়াইট এই ২ টি কালার অপশনে পাওয়া যাবে। ফোনটি ইতিমদ্ধেই ইকমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট-এ প্রি অর্ডারের জন্য লিস্টিং করা হয়েছে। ২১ জুলাই থেকে ফোনটি কেনার জন্য উপলব্ধ হবে। এক্সিস ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড কেনাকাটায় ৩০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

Nothing Phone 2 এর ফিচার ও স্পেসিফিকেশন

ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস LTPO OLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়াও রয়েছে কোয়ালকমের ৪এনএম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। নাথিং ফোন ২ ফোনের প্রসেসর হিসেবে Snapdragon 8+ Gen 1 চিপসেট ব্যবহার করা হয়েছে।

সদ্য লঞ্চ হওয়া হ্যান্ডসেটটি ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসে। এছাড়াও রয়েছে অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং বায়োমেট্রিক অথেনটিফিকেশনের অপশন হিসেবে রয়েছে ফেস আনলক ফিচার। 

ক্যামেরা বলতে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর। এছাড়াও সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। 

পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৪৭০০ এমএএইচ ব্যাটারি যা 45W দ্রুত চার্জিং সমর্থন করে। সংস্থার তরফ দাবি করা হয়েছে মাত্র ২০ মিনিটে এটি ০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে। চার্জ করার জন্য এটিতে একটি ইউএসবি টাইপ সি পোর্টও রয়েছে।