Instagram Reels Download: নয়া ফিচার, এবার থেকে ডাউনলোড হবে ইনস্টাগ্রামের রিলস

ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন সরাসরি তাদের ডিভাইসে রিল ডাউনলোড করতে পারবেন।

Instagram Reels Download: রিলস বা শর্ট ভিডিও দেখার ঝোঁক বেরেছিল টিকটক থেকেই। কিন্তু এই প্লাটফর্ম ব্যান হয় ২০২০ সালে, তারপর থেকেই বিকল্প হিসেবে আমরা বেছে নিয়েছি Instagram Reels কে। ইনস্টাগ্রাম এখন ছোট ভিডিও শেয়ার করার জন্য সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। ইনস্টাগ্রাম (Instagram) ইউজারদের জন্য সুখবর। খুব তাড়াতাড়িই পছন্দের অ্যাপে নয়া ফিচার পেতে চলেছেন তাঁরা। এবার থেকে নিজেদের পছন্দের রিলগুলি ডাউনলোড (Instagram Reels Download) করা যাবে।  মেটা মালিকানাধীন অ্যাপটির বিশ্বব্যাপী প্রায় ২.৩ বিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

এর আগে পর্যন্ত এই অ্যাপে ভিডিও ডাউনলোড করা কোনও বিকল্প ছিলোনা, সেক্ষেত্রে অনেকে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতো। বহু প্রতীক্ষার পর Instagram অবশেষে তার ব্যবহারকারীদের এই সুবিধা দিতে চলেছে। তবে এই সুবিধা শুধুমাত্র নির্বাচিত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে। শুধু পাবলিক অ্যাকাউন্ট ব্যবহার করেন, এমন মানুষজনই Insta REELS ডাউনলোড করতে পারবেন। প্রাইভেট অ্যাকাউন্ট দ্বারা শেয়ার করা রিলস গুলি ডাউনলোড করা যাবে না।

অর্থাৎ, পাবলিক অ্যাকাউন্ট-এর ব্যবহারকারীরা নিজের অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে রিলস ডাউনলোড করার অপশনটিকে যদি বন্ধ করে দেয়, তাহলে অন্য কোন ব্যবহারকারী তার রিলস ডাউনলোড করতে পারবে না। ডাউনলোড করা রিলস মোবাইলের গ্যালারিতে সেভ হবে এবং এই রিলস পরবর্তী কালে শেয়ার করা যাবে। যদিও এই ফিচার এখন ভারতের জন্য উপলব্ধ নয়, শুধু আমেরিকার ইউজাররাই ব্যবহার করতে পারবেন। তবে আশা করা যাচ্ছে আগামি কিছু দিনের মধ্যে এই পরিষেবা শুরু হয়ে যাবে ভারতে। 

এখন ইনস্টাগ্রামে ক্রিয়েটরদের আরও নিয়ন্ত্রণ তুলে দিতে অ্যাপে একটি নতুন বিকল্প যোগ করা হয়েছে। যার মাধ্যমে ক্রিয়েটররা সিদ্ধান্ত নিতে পারবে, রিলগুলি তাদের অনুগামীরা বা ফলোয়াররা ডাউনলোড করুক তারা এটি প্রতিরোধ করতে পারে। সেক্ষেত্রে তাঁদের জন্য Instagram Reels Download করার অপশনটি নিষ্ক্রিয় করা যাবে।

Instagram Reels Download করার পদ্ধতি

  • প্রথমেই আপনার মোবাইল থেকে অ্যাপ ওপেন করুন।
  • যে রিলসটি ডাউনলোড করতে চাইছেন সেটি বেছে নিন।
  • শেয়ার আইকনে ট্যাপ করুন।
  • শেয়ার আইকনে ট্যাপ করে, অ্যাড টু স্টোরি’ অপশনে ক্লিক করুন।
  • এরপর  থ্রি-ডট বাটনে ক্লিক করে সেভ অপশনটি সিলেক্ট করুন।
  • তাহলেই আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।