ADVERTISEMENT

Spam Call-এর জেরে জর্জরিত, চটপট কাজে লাগান এই উপায়

সহজেই স্প্যাম কল থেকে মুক্তি পাওয়া সম্ভব, রয়েছে একাধিক পদ্ধতি

ADVERTISEMENT

How to Block Spam Call: স্প্যাম কল যা বর্তমানে প্রত্যেক স্মার্টফোনের ক্ষেত্রে এক বড় সড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি বেড়েছে স্ক্যামের সংখ্য়াও। আমাদের সবারই ফোনে অজানা বিভিন্ন নম্বর থেকে ফোন আসে। এই স্প্যাম কল (Spam Call) গুলি এসে থাকে বিভিন্ন নামে, তবে বেশির ভাগ কলে বলা হয় ব্যাঙ্ক বা ক্রেডিট কার্ড কর্মী। নতুন অফার এসেছে আপনার জন্য, এছাড়াও নানারকম ইন্সুরেন্সের নামে আসে এই কল। এই সমস্ত কলের আড়ালে হতে পারে প্রতারণার মতো ঘটনা।

ADVERTISEMENT

প্রতিনিয়ত আলাদা আলাদা নম্বর থেকে কল আসতেই থাকে, দুই একটা নম্বর না হয় ব্লক করলেন। কিন্তু তারপর আবার অন্য একটি নম্বর থেকে কল চলে আসে। তাছারা বুঝবেনই বা কি করে এটি স্প্যাম কল। আপনিও কি এরকম সমস্যায় পড়ে থাকেন? 

তবে একদম ঘাবড়াবেন না, এই প্রতিবেদনে আপনার সমাধান পাবেন। মোবাইলে এমন অপশন আছে, যেখানে আপনাকে বার বার কল ব্লক করার ঝুকি নিতে হবে না। Android এবং iOS দুই ক্ষেত্রেই এই পরিষেবা উপলব্ধ। রইল বিস্তারিত তথ্য।

অ্যান্ড্রয়েডে Spam Call থেকে বিরত থাকার উপায়

  • প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড ফোনে কল অ্যাপ ওপেন করুন।
  • স্ক্রিনের উপরের ডানদিকে তিনটি ডট রয়েছে। এটিতে ক্লিক করুন এবং সেটিংস অপশনে ক্লিক করুন।
  • এরপর ক্লিক করতে হবে কলার আইডি এবং স্প্যাম প্রত্যেক প্রটেকশন অপশনে।
  • তারপর এই অপশনটি টার্ন অন করতে হবে, তাহলেই ব্লক হবে সমস্ত স্প্যাম কল।

আইওএস ব্যবহারকারিরা যে ভাবে স্প্যাম কল বন্ধ করবেন

  • প্রথমেই আপনার আইওএস ফোনে সেটিংস ওপেন করুন।
  • স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে ফোন অপশনে প্রেস করুন। 
  • এরপর Silence Unknown Caller অপশনটি বেছে নিন।
  • তারপর এই অপশনটি টার্ন অন করতে হবে, তাহলেই অজানা কোন নম্বর থেকে ফোন কল আসা বন্ধ হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে, আপনার কন্টাক্ট লিস্টের বাইরে যে কোনও কল আসলে তা সাইলেন্ট হয়ে যাবে। তাই এই অপশনটি ভেবে চিন্তে অন করবেন।

এছাড়াও আপনি অ্যাপ স্টোর থেকে যেকোনও থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পাবেন। থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করার আগে দেখে নেবেন অ্যাপের রেটিং এবং ইউজারদের রিভিউ।

আরো পড়ুন