Mobile Tips & Tricks: হাতের মোবাইলটি দ্বিতীয় কোনও ব্যক্তি ব্যবহার করছে না তো? চেক করুন এই ভাবে

কি করে আপনার মোবাইলের যাবতীয় অ্যাকটিভিটি চেক করবেন? রইল বিস্তারিত তথ্য

Mobile Tips & Tricks: বর্তমানে স্মার্টফোন (Smartphone) এখন প্রত্যেকেই ব্যবহার করে। সম্প্রতি করোনা মহামারির পর থেকে বেরেছে এর ব্যবহার। আমরা যেখানেই যায় না কেন পকেটে করে মোবাইল নিয়ে যেতে ভুলিনা। কিন্তু কোনও কোনও সময় ব্যাস্ততার ফলে কিছুক্ষণের জন্য, অফিস বা অন্য কোনও স্থানে ভুলে যায় এই মোবাইল। এই সময় আপনার মোবাইল কি অন্য কেউ ব্যবহার করছে? কিন্তু আপনি ভাবছেন মোবাইলে তো পাসওয়ার্ড আছে, কি করে অ্যাক্সেস করবে।

সেক্ষেত্রে জানিয়ে রাখি, আপনার ব্যবহার করা পাসওয়ার্ড বা প্যাটার্ন লক হইত ভুলবশত আপনার অফিস কলিগ বা পরিচিত কেউ জেনে ফেলেছে। তাহলে আপনার অবর্তমানে সেই ব্যক্তি মোবাইলে (Mobile) কি কি অ্যাকটিভিটি করছে সব জানা যাবে। ফোন কল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য অ্যাপ ব্যবহার করেছে কিনা সব কিছুই দেখতে পারবেন। আপনার ফোনের অপারেটিং সিস্টেম (OS) এর উপর নির্ভর করে খুঁজে বের করার একটি সহজ উপায় আছে।

Android Mobile থেকে চেক করার পদ্ধতি

  • প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস ওপেন করুন।
  • স্ক্রল ডাউন করুন এবং ডিজিটাল ওয়েলবিং এবং প্যারেন্টাল কন্ট্রোলস অপশন বেছে নিন।
  • ডিজিটাল ওয়েলবিং টুলের অধীনে , শো ইয়োর দেটা বিকল্পে প্রেস করুন।
  • তাহলেই দেখা যাবে কোন অ্যাপ ওপেন করা হয়েছে এবং কতক্ষণ এই অ্যাপ অন ছিল।

iOS Mobile থেকে চেক করার পদ্ধতি

অ্যান্ড্রয়েড Mobile-এ মতো অ্যাপল ফোনেও পাওয়া যায় একই সুবিধা, কিন্তু এক্ষেত্রে টুলের নাম এবং ডেটা খোঁজার পথ আলাদা। অ্যাপল তার ব্যবহার পর্যবেক্ষণ অ্যাপকে স্ক্রিন টাইম বলে। চলুন দেখে নেওয়া যাক।

  • প্রথমেই আপনার iOS ফোনের সেটিংস ওপেন করুন।
  • এরপর স্ক্রীন টাইম অপশনে প্রেস করুন।
  • তারপর স্ক্রীন টাইম অপশনটি অন করুন এবং কনটিনিউ করুন।
  • পরবর্তী ধাপে This is My [Device] বিকল্প বেছে নিন, এরপরই সমস্ত ডিটেলস দেখিয়ে দেবে।