Facebook Online Status: সোশ্যাল মিডিয়াগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে Facebook। বন্ধুদের সাথে চ্যাট হক বা অপরিচিতের সঙ্গে বন্ধুত্ব সব কিছুতেই এগিয়ে রয়েছে জুকারবার্গের এই প্লাটফর্ম। এমনকী নিয়মিত কন্টেন্ট রেকমেন্ডেশন অ্যালগরিদমে পরিবর্তন করে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। যার ফলে আপনার পছন্দের কন্টেন্ট পাবেন আপনার ফিডে। আর সেকারণেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।
ফেসবুক লগইন করলেই বন্ধু তালিকায় থাকা সবাই জানতে পারেন, আপনি অনলাইনে আছেন। তাই প্রিয়জন মেসেজ পাঠালে ব্যাস্ততার কারণে রিপ্লাই দিতে না পারায় মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কিন্তু আপনি যদি Facebook Online Status বন্ধ করে রাখেন, সেক্ষেত্রে কেউ জানতেই পারবেনা যে আপনি অন আছেন। তবে জেনে নিন কি করে এই ফিচার অফ করে রাখবেন আপনার ফেসবুক প্রোফাইলে।
মোবাইল থেকে Facebook Online Status পরিবর্তন করার পদ্ধতি
- প্রথমে মোবাইলে মেসেঞ্জার অ্যাপ ওপেন করুন এবং আপনার প্রোফাইলে লগইন করুন।
- এরপর বাদিকের উপরে তিনটি রেখা মেনুতে ক্লিক করুন।
- সেটিংসে ক্লিক করুন এবং Active Status বিকল্প বেছে নিন।
- পরবর্তী পেজে Show When You’re Active অপশন বন্ধ করে দিন। এক্ষেত্রে এই পরিষেবাটি আপনার সময় মতো কাস্টমাইজ করে নিতে পারেন।
কম্পিউটার থেকে Facebook Online Status পরিবর্তন করার পদ্ধতি
- কম্পিউটার থেকে অ্যাকটিভ স্ট্যাটাস বন্ধ করার জন্য ফেসবুকে লগইন করে ডানদিকের ওপরে থাকা মেসেঞ্জার আইকনে ক্লিক করতে হবে।
- এরপর চ্যাটস অপশনের পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করলে Active Status অপশন দেখতে পাবেন।
- Active Status পরিষেবা বন্ধ করলেই আপনাকে আর অনলাইন দেখাবেনা ফেসবুকে।