Google Pixel 8 : নতুন রূপে নতুন রঙে আসতে চলেছে Google-এর এই ফোন, দেখুন ফিচারস ও দাম

2023 এর অক্টোবর মাসে Google তার Pixel 8 সিরিজের ডেবিউ করেছিল। Vanilla মডেল Obsidian, Hazel আর Rose রংয়ের অপশনে এটি উপলব্ধ হয়েছিল । অপরদিকে Pro মডেল লঞ্চ হয়েছিল Bay, Obsidian ও Porcelain রঙে। এবার এই সিরিজে যুক্ত হবে নতুন রং।

2023-এর অক্টোবর মাসে Google Pixel 8 সিরিজ ডেবিউ করেছিল। Vanilla মডেল Obsidian, Hazel আর Rose রংয়ের অপশনে এটি উপলব্ধ হয়েছিল । অপরদিকে Pro মডেল লঞ্চ হয়েছিল Bay, Obsidian ও Porcelain রঙে। এবার এই সিরিজে যুক্ত হবে নতুন রং। Google এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে তাদের ‘X’ হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল।

Google Pixel 8

এই পোস্টের ক্যাপশনে বাইনারি সিকোয়েন্স লেখা রয়েছে। সাথে রয়েছে Google Store এর ডাইরেক্ট লিংক। এই লিংকে মডেলটির টিজার ভিডিও রয়েছে। 2024-এর 25 শে জানুয়ারি এই মডেলটির নতুন রং সামনে এসেছিল। আর্থিক ওইদিনই Google-এর তরফ থেকে আয়োজন করা হয়েছিল পেইন্টিং ইভেন্টের। NYC তে আর্টিস্ট @itsaliving এর সাথে মিলি ইভেন্টটির আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুন : OnePlus Ace 3 : 16GB RAM ও 5500mAh ব্যাটারি নিয়ে বাজারে আসছে OnePlus-এর Ace 3, দাম কত? জেনে নিন

2023 এর অক্টোবরে Pixel 8 সিরিজ সামনে আনা হয়েছিল। বর্তমানে এই সিরিজের দুটি মডেল রয়েছে। তৃতীয় মডেল অর্থাৎ Pixel 8a 2024 এর পরের দিকে লঞ্চ হবে। এই মডেলটি Minty Fresh রঙে উপলব্ধ হবে কিনা, আগামী সপ্তাহ পর্যন্ত এটি গোপন থাকবে।

Google Pixel 8-এর ফিচারস

Google Pixel 8 সিরিজের Pro ভেরিয়েন্টে 6.7 ইঞ্চ LTPO OLED ডিসপ্লে রয়েছে। এছাড়া এতে Google Tensor G3 চিপ ব্যবহার করা হয়েছে। এই মডেলে 12GB RAM এর সাথে রয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ। 50MP প্রাইমারি ক্যামেরার সাথে রয়েছে 48MP আলট্রা ওয়াইড অ্যাংগেল লেন্স ও 48MP টেলিফটো লেন্স। এছাড়া এতে রয়েছে 5X অপটিক্যাল জুম। 30W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,050mAh ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে।

আরও পড়ুন : Tecno Pova 5 Pro : 50MP-র ক্যামেরা ও 5000mAh ব্যাটারি নিয়ে মার্কেটে এলো Pova 5 Pro, দাম কত? জেনে নিন

Pixel 8 মডেলে 6.2 ইঞ্চ OLED ডিসপ্লে রয়েছে। এছাড়া 8GB+128GB ও 8GB+256GB স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে। 50MP প্রাইমারি ক্যামেরা ও 12MP আল্ট্রা ওয়াইড অ্যাংগেল লেন্স রয়েছে। আর 4,575mAh ব্যাটারি ক্যাপাসিটি আছে।

আরো পড়ুন