Easy Ways to Reduce Mobile Data: আপনার অজান্তেই শেষ হয়ে যাচ্ছে মোবাইলের ডেটা (Mobile Data)। সকালে ঘুম থেকে উঠে দেখছেন অর্ধেক ডেটা শেষ হয়ে গিয়েছে, এদিকে আপনি এটি ব্যবহার করেননি। অনেক ব্যবহারকারী এই সমস্যায় পড়েন। তাদের ইন্টারনেট নাকি দ্রুত শেষ হয়ে যায়। পরবর্তীকালে কোনও জরুরি কাজ করতে পারছেন না। কিন্তু কেন এই সমস্যার মুখে পড়ছেন আপনি জানেন কি? জেনে নিন, কী ভাবে নিজেদের স্মার্টফোনে ইন্টারনেট সাশ্রয় করবেন।
Mobile Data বাঁচাবেন কি করে?
অ্যাপ্লিকেশান অটো আপডেট বন্ধ করুন : আপনার মোবাইলে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান ইন্সটল থাকে, এই অ্যাপ গুলি মাঝে মধ্যেই তাদের নতুন ফিচার বা বাগ গুলি ফিক্স করে থাকে। ফলে আপনার মোবাইল ডেটা ব্যবহার করে এই অ্যাপ গুলি আপডেট হতে থাকে। এই পরিষেবা বন্ধ করে রাখলে আপনার আপনার মোবাইল ডেটা সাশ্রয় হবে।
- প্রথমেই আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্তরে ওপেন করুন।
- এরপর ডান দিকের কোনে আপনার ছবিতে ক্লিক করুন।
- পরবর্তী ধাপে Settings>General>Network Preference>Auto-update apps>Over Wifi only এই পদক্ষেপ গুলি অনুসরণ করুন।
অ্যাপ্লিকেশান ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ করুন: যেহেতু স্মার্টফোন ইউজ করেন, তবে নিশ্চয় একাধিক অ্যাপ ব্যবহার করে থাকেন। এই অ্যাপ গুলি ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার করে, প্রয়োজনীয় অ্যাপ বাদে বাকি অ্যাপ গুলির ডেটা বন্ধ করে রাখুন। এক্ষেত্রে আপনাকে Settings>Apps>Mobile Data Usage>Turn-off Background Data Usage এই পদ্ধতি অবলম্বন করতে হবে।
কোন অ্যাপ কি পরিমাণ ডেটা খরচ করছে সেটাও আপনি দেখতে পারবেন। একটু সময় নিয়ে এই অ্যাপ গুলিতে ক্লিক করে ভেতরে প্রবেশ করুন এবং যে অ্যাপগুলো আপনার চালু রাখা দরকার সেগুলো বাদ দিয়ে বাকি অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ করে রাখুন।
ডেটা সেভার মোড অন করুনঃ এই মোড অন করলে আপনার মোবাইলে যে কোনও অ্যাপের অধিক পরিমাণে ডেটা ইউসেজের হার কমিয়ে দেবে। ডেটা সেভার মোডে গিয়ে এই পরিষেবা অন করে দিন। এক্ষেত্রে আপনাকে Settings>Connections>Data Usage অপশন গুলিতে ক্লিক করার পর, Data saver বিকল্প বেছে নিতে হবে। যদি আপনার ডেটা সেভার মোড অফ করা থাকে, তাহলে স্লাইডার সাদা হয়ে থাকবে। ডেটা সেভার মোড টার্ন অন করতে স্লাইডারে ট্যাপ করুন, তখন এটি নীল হয়ে যাবে।
এছাড়াও হাই কোয়ালিটি ভিডিও বা মিউজিক অ্যাপ গুলি আপনার ফোনের অনেক ডেটা খেয়ে ফেলে। ভিডিও স্ট্রিমিং করার সময় ভিডিও রেজোলিউশান ( Resolution) কমিয়ে দিতে পারেন। তাই ভারী ডেটা সহ অ্যাপের ব্যবহার কমিয়ে দেওয়া ভালো। যতক্ষণ আপনার অ্যান্ড্রয়েড (Android) ডিভাইসে ওয়াই-ফাই সংযোগ থাকবে, ততক্ষণ অ্যাপ গুলি ব্যবহার করতে পারেন।