HS Exam: বসা যাবে না পরীক্ষায়! বাধ্যতামূলক আধার নম্বর, বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদ

আধার কার্ড ছাড়া হবে না উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন, বাধ্যতামূলক হল আধার কার্ড।

Aadhar Number Mandatory for HS Exam:পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দপ্তর থেকে বুধবার অফিসিয়ালি এক নোটিশ জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এবার থেকে উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশনেও দিতে হবে আধার কার্ড নাম্বার। অর্থাৎ, আধার কার্ড ছাড়া উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এমনকি পরীক্ষায় বসার সুযোগ নাও মিলতে পারে।

এই বিজ্ঞপ্তিটি জারি করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সচিব তাপস মুখোপাধ্যায়। বিজ্ঞপ্তি থেকে আরও জানা যাচ্ছে যে, চলতি শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের অনলাইনে আধার কার্ড আপডেট করতে হবে উচ্চ শিক্ষা সংসদের অনলাইনে পোর্টালের মাধ্যমে।

HS Exam: বসা যাবে না পরীক্ষায়! বাধ্যতামূলক আধার নম্বর, বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদ

এর সময়সীমাও নির্ধারণ করা হয়েছে, এই উপডেট পক্রিয়া শুরু হবে ১৬.০৮.২০২৩ থেকে ৩১.১০.২০২৩ পর্যন্ত চলবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনও ছাত্র বা ছাত্রী রেজিস্ট্রেশনে আধার নম্বর (Aadhar Number) যোগ করা থেকে বিরত হয় তাহলে তাঁকে গুনতে হবে জরিমানা। 

উক্ত সময়ের পর, লেট ফাইন সহ উপডেট পক্রিয়া শুরু হবে ০৩.১১.২০২৩ থেকে ১০.১১.২০২৩ পর্যন্ত। সমস্ত প্রতিষ্ঠানের প্রধানদের উপরিউক্ত তারিখগুলি নোট করার জন্য এবং আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে সংসদের তরফ থেকে।

আরও জানা যাচ্ছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পড়ুয়াদের জন্য রেজিস্ট্রেশনের সময় ছাত্রদের আধার নম্বর (Aadhar Number) বাধ্যতামূলক। এছারাও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশনের সময় তাদের আধার নম্বর জমা দেয়নি, তাঁদের ক্ষেত্রেও অনলাইন পোর্টালের মাধ্যমে এটি জমা দিতে পারে। সেক্ষেত্রে সময়সীমা একই থাকবে, অর্থাৎ ১৬.০৮.২০২৩ থেকে ৩১.১০.২০২৩ পর্যন্ত চলবে এই কার্যকলাপ। 

মনে রাখবেন, যদি কোনও ছাত্র বা ছাত্রী এই কাজ সম্পন্ন না করে তাহলে অ্যাডমিট কার্ডে পেতে বিভিন্ন বাধার সম্মুখীন হবে এবং আধার নম্বর ছাড়া সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না।