Aadhaar Card: আধার কার্ডের জালিয়াতি রুখতে নতুন ফিচার আনল ইউআইডিএআই (UIDAI), রইল বিস্তারিত তথ্য

আধার কার্ডের জালিয়াতি রুখতে নতুন কি ফিচার আনলো ? না জানলে আপনিও বিপদে পড়তে পারেন।

আধার কার্ড (Aadhaar Card) হলো দেশের নাগরিকের পরিচয় পত্রের নথি গুলির মধ্যে একটু গুরুত্বপূর্ণ আইডি কার্ড।। আধার কার্ডের ১২ ডিজিট নাম্বারের মাধ্যমে সনাক্তকরন করা যায়, যে আপনি একজন ভারতের স্থায়ী বাসিন্দা। কিন্তু এই আধার কার্ডে নিয়ে চলছে বিভিন্য জালিয়াতি। তাই, ইউনিক আইডেন্টিটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই (UIDAI) আধার কার্ডকে ঘিরে চলা জালিয়াতি ঘটাগুলিকে নজরবন্দি করে এই নতুন ফিচার চালু করেছে। ফিচারগুলি জানতে সম্পূর্ণ পড়ুন।

কি কি সুবিধা পাওয়া যাবে নতুন ফিচারে?

অফিসিয়াল ওয়েবসাইট  এবং মোবাইল অ্যাপে আধার কার্ড (Aadhaar Card) সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে, অর্থাৎ কোন মোবাইল নম্বর এবং ইমেইল আইডি লিঙ্ক করেছেন তা সহজেই চেক করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার আধার কার্ড (Aadhaar Card)-এর সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে, তাহলে অবশ্যই আপনার আধার কার্ডে আপনার মোবাইল নম্বর আপডেট করতে হবে। আপনি সহজেই তা অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন।

ইউনিক আইডেন্টিটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই (UIDAI) জানিয়েছে , নাগরিকের পরিচয়পত্রের অপব্যবহার হলে  ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে অপরাধীকে। সেক্ষেত্রে ইউআইডিএআই (UIDAI)-এর তহবিলে জমা হবে জরিমানার টাকা। প্রতারক বা হ্যাকারদের থেকে আপনার আধার কার্ডকে রক্ষা করার জন্যে এসেছে ভার্চুয়াল আইডি (Virtual ID)। যার মাধ্যমে ১৬ নম্বর ডিজিটটি দেখালেও মিলবেনে আপনার গোপন তথ্য। 

 ইউআইডিএআই (UIDAI) আরও জানিয়েছে , আপনার আধার ওটিপি (OTP) অন্য কোনো ব্যাক্তির সাথে শেয়ার করবেননা, এতে আপনার গোপন তথ্য ফাস যেতে পারে। ইউআইডিএআই (UIDAI) তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে, সাধারন জনগনকে প্রতারক বা হ্যাকারদের থেকে রক্ষা করার জন্য বিভিন্ন রকম সচেতনমূলকবার্তা এবং টিপস টুইট করেছে।