শাওমির চোখ ধাঁধানো গাড়ি! সুপারহিট Xiaomi SU7, লঞ্চ হতেই লাখের উপর বুকিং

Avatar

Published on:

Xiaomi একটি বিখ্যাত স্মার্টফোন নির্মাণকারী সংস্থা। এবার এই সংস্থা তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে। সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করার জন্য অল্প‌ সময়ে জনপ্রিয়তা পেয়েছে এই চীনা কোম্পানি। মাত্র কয়েক বছরে ভারতের ঘরে ঘরে পৌঁছে গেছে এই কোম্পানির স্মার্টফোন। এবার ইলেকট্রিক গাড়ির পালা। এই মাসেই ডেলিভারি শুরু হয়ে যাবে Xiaomi SU7।

এই স্মার্টফোন নির্মাণকারী সংস্থা চীনের পঞ্চম বৃহৎ কোম্পানি। সম্প্রতি এই কোম্পানির তরফ থেকে Weibo তে জানানো হয়েছে, দেশব্যাপী 29 টি শহরের 59 টি স্টোরের মাধ্যমে এই ইলেকট্রিক গাড়ির অর্ডার নেওয়া হবে। 28 শে মার্চ এই নতুন ইলেকট্রিক যানবাহনের ঘোষণা করা হয়েছিল। আর এবার শুরু হয়ে যাবে ডেলিভারি।

চীনের ইলেকট্রিক যানবাহনের বিক্রি জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ 18 শতাংশ বৃদ্ধি পেয়েছিল। তবে 2023 সালে পরিমান ছিল 21 শতাংশ। গত বছর ডিসেম্বরে Xiaomi Speed Ultra 7 অর্থাৎ Xiaomi SU7 এর উপর থেকে পর্দা সরানো হয়েছিল। তারপর Xiaomi-র চিফ এক্সিকিউটিভ Lei Jun জানান, তাঁদের কোম্পানি বিশ্বের প্রথম 5 টি অটোমেকারের মধ্যে জায়গা করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই ইলেকট্রিক গাড়িটি সুপার ইলেকট্রিক মোটর হিসেবে লঞ্চ করতে চলেছে কোম্পানি। কোম্পানি দাবি করছে, Xiaomi SU7 এর গতি Tesla আর Porsche -এর ইলেকট্রিক গাড়িকে ছাপিয়ে যাবে।

Xiaomi-র বর্তমান গ্রাহকরা এই গাড়ির অপারেটিং সিস্টেম তাঁদের ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। BAIC গ্রুপের বেজিংয়ের একটি ফ্যাক্টরিতে Xiaomi SU7 প্রস্তুত করা হচ্ছে। এই ফ্যাক্টরিতে 2 লাখ গাড়ি প্রস্তুত করা সম্ভব।