Nokia, এমন একটি ব্র্যান্ড যা কয়েক দশক ধরে মোবাইল ফোনের জগতে একটি স্তম্ভের মত দাঁড়িয়ে আছে, সম্প্রতি ১০,০০০ এরও কমে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে নোকিয়া (Nokia)। ফিনল্যান্ড এর এই কোম্পানি একসময় মোবাইল ফোনের রাজা ছিল, এখন সেভাবে সেই বাজার ধরে রাখতে অক্ষম। তবে সম্প্রতি নোকিয়া এক বিশেষ অফারের Nokia Smartphone নিয়ে ভারতীয় বাজারে প্রত্যাবর্তন করছে। বর্তমানে এই কোম্পানিটি ভারতীয় বাজারে অনেক কম দামে নতুন নতুন সব স্মার্টফোন আনে।
Nokia C32 নামের এই এই ফোন টি লঞ্চ করলো Nokia যার দাম রাখা হয়েছে ১০,০০০ টাকারও কম। আপনি কি ১০,০০০ টাকার মধ্যে নতুন ফোন কেনার চিন্তাভাবনা করছেন তাহলে আপনি নিঃসন্দেহে এই Nokia Smartphone টি কিনতে পারেন। Nokia-র কম দামের স্মার্টফোনগুলি বিরাট জনপ্রিয়। Nokia C32 ফোন টি ৩তে কালার এবং ২ টি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে লঞ্চ করা হয়েছে। উল্লেখ্য, এর সবচেয়ে বড় সুবিধা হল এই ফোন টিতে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হয়েছে সংস্থার তরফে।
Nokia Smartphone : ভারতের বাজারে Nokia C32 এর দাম
ভারতের বাজারে ২টি ভ্যারিয়েন্টে এই Nokia Smartphone টি লঞ্চ করা হয়েছে। Nokia C32-এর ৪জিবি + ৬৪জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। এর ৪জিবি + ১২৮জিবি ভ্যারিয়েন্ট ৯৪৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে।আপনি ফোনটি Nokia ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে কিনতে পারবেন, অন্যান্য অনলাইন মার্কেটপ্লেসে এই ফোনটি এখনো উপলব্ধ নয়। এছাড়াও আপনি প্রতি মাসে ১৫৮৪ টাকার নো-কস্ট ইএমআই-তেও (No Cost EMI) কিনতে পারবেন।
Nokia Smartphone : Nokia C32-এর স্পেসিফিকেশন, ফিচার এবং কালার
- এই ফোনটিতে এন্ড্রয়েড ১৩ (Android 13) ব্যবহার করা হয়েছে এবং ৬.৫৫-ইঞ্চি কার্ভড ২.৫ডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা এইচডি রেজোলিউশনের।
- Nokia C32-এ অক্টা-কোর প্রসেসর পেয়ে যাবেন
- এই ফোন এ ৪জিবি র্যাম দেওয়া হয়েছে যা বারিয়ে আপনি ৭জিবি পর্যন্ত করে নিতে পারেন, এছাড়াও 2 বছরের সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন।
- Nokia C32-তে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সামনের ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের, যা এ আই (AI) সাপোর্ট করে। ২ মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেন্সরও পেয়ে যাবেন। সামনে একটি ৮-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, যা ওয়াটারড্রপ নচের মধ্যে রয়েছে এই Nokia Smartphone এ।
- Nokia C32-এ রয়েছে 5,000 mAh এর ব্যাটারি, যা একবার ফুল চার্জ করলে ৩দিন অবধি ব্যাকাপ পাওয়া যাবে বলে দাবি করছে Nokia.
- সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লাগানো হয়েছে এই ফোনে।
- কানেক্টিভিটির জন্য এতে ইউএসবি টাইপ সি (USB Type-C) পোর্ট, ৩.৫ এমএম অডিয়ো জ্যাক দেওয়া হয়েছে।
- Nokia C32 ফোনটি ৩ টি কালারে বাজারে লঞ্চ করা হয়েছে, যথা মিন্ট, বিচ পিঙ্ক এবং চারকোল।
- এই ফোন টির হাইট, উইদ এবং ডেপথ্ যথাক্রমে ১৬৪.৬, ৭৫.৯ এবং ৮.৫৫ এমএম।
- Nokia C32 এর ওজন করা হয়েছে ১৯৯.৪ গ্রাম।
- Nokia C32 সম্পর্কে আরও বিস্তারিত জানতে ‘এখানে ক্লিক করুন’