IRCTC Ticket: ট্রেনের যাত্রীদের জন্যে বিরাট সুখবর, এখন থেকে পকেটে টাকা না থাকলেও টাকা যাবে টিকিট

বিনা পয়সায় ট্রেনের যাত্রা কি করে করবেন? না জানলে আপনিও মিস করে যাবেন

IRCTC Ticket: আপনি কি পরিবার বা বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে চাইছেন? কিন্তু পকেটে পয়সার অভাবে যেতে পারছেন না।  তবে এই উপায়েই হবে মুশকিল আসান। কারন IRCTC-র নতুন পরিষেবার মাধ্যমে আপনি টিকিট টাকার সময় টাকা না দিয়েও আপনার পছন্দ মতো জায়গায় ঘুরে আসতে পারবেন। IRCTC-র নতুন পরিষেবা সম্পর্কে জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

IRCTC-র নতুন পরিষেবা কি ?

Paytm-এর সাহায্যে আপনি ট্রেনের টিকিট বুক করে আপনার পছন্দ মতো জায়গায় ঘুরে আসতে পারবেন। কারন পেটিএম এক নতুন পরিষেবা দিচ্ছে, এই বিশেষ পরিষেবার নাম ‘Buy Now, Pay Later’।

পেটিএম-এর এই পরিষেবার মাধ্যমে আপনি ট্রেন বুক করুন এখন কিন্তু পেমেন্ট করুন পরে। এই পরিষেবায় আপনি ট্রেন বুক এখনই করতে পারবেন, কিন্তু পেমেন্ট করতে পারবেন পরে।

Paytm- বায় নাও পেমেন্ট লেটার 

  • প্রথমে আপনার স্মার্টফোনের ডিভাইসে আইআরসিটিসি অ্যাপ ওপেন করে লগ ইন করুন।
  • এরপর আপনার গন্তব্য, তারিখ, এবং যাত্রা সম্পর্কে বিবরণ দিন।
  • তারপর আপনার পছন্দের ট্রেন সিলেক্ট করুন এবং টিকিট বুক করুন।
  • এরপর নতুন পেজে পে লেটার অপশনে ক্লিক করুন।
  • পেটিএম পোস্টপেইড-এ ক্লিক করুন এবং আপনার পেটিএম-এ লগইন করুন।
  • এরপর ভেরিফিকেশনের জন্য, আপনার মোবাইলে একটি টেক্সট মেসেজ মেসেজ পাবেন।
  • অবশেষে, সঠিক ওটিপি টাইপ করে আপনার বুকিং কমপ্লিট করুন।