How To Deactivate Facebook Account Tips: ফেসবুক এমনই একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, যার মাধ্যমে সারা বিশ্বের কোটি কোটি মানুষ একে অপরের সাথে যুক্ত হয়। এই সোশাল মিডিয়া প্লাটফর্ম আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আমরা সবাই জানি কিভাবে ফেসবুক আইডি তৈরি করতে হয়। কিন্তু অনেক সময় এই অ্যাপে আমরা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তথ্য দিয়ে ফেলি ফলে ঘাবড়ে গিয়ে গুগলে সার্চ করতে থাকি How To Deactivate Facebook Account। চিন্তা করবেননা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করবো কি করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সাময়িক ভাবে নিস্ক্রিয় করবেন।
How To Deactivate Facebook Account 2023: কি ভাবে ফেসবুক অ্যাকাউন্ট নিস্ক্রিয় করবেন?
আপনি যদি ফেসবুক থেকে আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে মুছে ফেলতে চান, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করতে পারেন, কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করবেন। জানতে নিচের ধাপগুলি অনুসরণ করুন।
- প্রথমে আপনার ডিভাইস থেকে ফেসবুক অ্যাপ ওপেন করুন।
- এরপর, উপরে ডানদিকের কোনে আপনার ছবিতে ক্লিক করুন।
- এরপর ড্রপডাউন মেনু থেকে Settings & Privacy অপশনে ক্লিক করুন।
- নতুন পেজ ওপেন হলে, Privacy Shortcuts অপশনে ক্লিক করুন।
- তারপর স্ক্রল ডাউন করে কিছুটা নিচের দিকে Delete Your Account and Information অপশনে ক্লিক করন।
- এরপর নতুন পেজে প্রথম অপশনটি অর্থাৎ Deactivate Account অপশন বেছে নিন।
- ক্লিক করার পর কনটিনিউ অপশনে ক্লিক করুন।
- সর্বশেষে আপনার পাসওয়ার্ড টাইপ করে ভেরিফিকেশন করলেই আপনার অ্যাকাউন্ট নিস্ক্রিয় হয়ে যাবে।
Facebook অ্যাকাউন্ট নিস্ক্রিয় করলে কি হবে ?
ফেসবুকে একটি অ্যাকাউন্ট মুছে ফেলা এবং নিষ্ক্রিয় করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। Deactivate Facebook Account অর্থাৎ ফেসবুক আপনার সমস্ত তথ্য সাময়িকভাবে মুছে ফেলবে। কেউ সার্চ করলেও আপনার আইডি ফেসবুকে আসবে না। আপনার আপলোড করা কোনো তথ্য দেখা যাবেনা। কিন্তু আপনি যদি আপনার নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার সমস্ত তথ্য ফেসবুকে দেখাবে এবং আপনার আইডি দিয়ে সার্চ করলে আপনাকে খুজে পাবে।