Royal Enfield Global Rental and Tours: ফ্রী ফ্রী ফ্রী! বাইক না কিনেও করুন শখ পূরণ, Royal Enfield বাইক প্রেমীদের জন্য দুর্দান্ত অফার

Avatar

Published on:

Royal Enfield rent: Royal Enfield বিখ্যাত একটি টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। বাইক প্রেমীদের পছন্দের তালিকায় প্রথম দিকে Royal Enfield-এর কোনো না কোনো মডেলের নাম রয়েছে। এই কোম্পানি প্রিমিয়াম কোয়ালিটির সুপার বাইক লঞ্চ করে। ফলে মডেলগুলির দাম মধ্যবিত্ত মানুষের সাধ্যের বাইরে। তবে Royal Enfield এবার আপনাদের জন্য দারুন সুযোগ নিয়ে হাজির হয়েছে। জেনে নিন বিস্তারিত।

এই কোম্পানির বাইক কেনার শখ সকলের পক্ষে পূর্ণ করা সম্ভব না হলেও, এই কোম্পানির বাইক চালানোর ইচ্ছে এবার পূরণ হবে।‌ Royal Enfield বাইক প্রেমীদের জন্য নিয়ে এসেছে এই অফার। এবার থেকে আপনারা এই কোম্পানির বাইক ভাড়া নিতে পারবেন। এই সার্ভিস আগেই শুরু হয়েছিল। তবে এখন থেকে বিশ্বব্যপী Royal Enfield-এর বাইক ভাড়া নেওয়া যাবে। এই সুবিধা 25 -টার বেশি দেশে পাওয়া যাবে। মোট 60 টি ডেস্টিনেশনে কোম্পানি তাদের এই সার্ভিস পৌঁছিয়েছে।

এই সার্ভিস থার্ড পার্টির মাধ্যমে আপনারা নিতে পারবেন। এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা পর্যটক হলে এই সার্ভিসের সাথে সেল্ফ গাইড অথবা প্রফেশনাল গাইড বেছে নিতে পারবেন। Royal Enfield -এর মাধ্যমে ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন। আর বাইক ভাড়া নিতে চাইলে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে ভাড়ার লিস্ট দেওয়া আছে। আপনাদের বাইকের নির্দিষ্ট ভাড়া আর বাইক ফেরৎ দেওয়ার সিকিউরিটি ডিপোজিট ওয়েবসাইটের মাধ্যমে জমা করতে হবে।

Royal Enfield -এর এই সার্ভিস এখন আপনারা ভারতেও পেয়ে যাবেন। এছাড়া ইটালি, নেপাল, ভুটান, সাউথ আফ্রিকা, মরক্কো, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইকুয়েডর, আর্জেন্টিনা, পেরু, স্কটল্যান্ড, ফ্রান্স, স্পেন ইত্যাদি দেশ সহ মোট 25 টি দেশে Royal Enfield -এর এই সার্ভিস বুক করতে পারবেন। আপনারা Super Meteor 650, Hunter 350, 650 Twins, Bullet 350, Classic 350 আর Royal Enfield Himalayan -এর মতো মডেলগুলি ভাড়া নিতে পারবেন।