Piaggio NT3: টাটা ন্যানো-কে টক্কর দিতে মাঠে এসেছে Piaggio NT3! দাম শুনে ঝাঁপিয়ে পড়ল মানুষ

Avatar

Published on:

Tata Nano কে টক্কর দিতে চলে এসেছে Piaggio-র নতুন লো কস্ট সিটি গাড়ি। Piaggio NT3 গাড়ির দৈর্ঘ্য মাত্র 2.4 মিটার, প্রস্থ 1,500 মিলিমিটার আর উচ্চতা 1,600 মিলিমিটার। খুব বেশি জায়গা নেয় না এই গাড়ি। ফলে যানজটে যাতায়াত করার সময় আপনাদের খুব একটা সমস্যা হবে না। এমনকি গাড়ি পার্কিংয়ের জন্য খুব একটা বেশি জায়গা লাগবে না। এই গাড়িতে চালক সহ সর্বোচ্চ 3 জন বসতে পারবেন। Piaggio NT3 প্রতি লিটারে 30 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

এই গাড়িতে 3 টি পৃথক ধরনের ইঞ্জিন রয়েছে। পরিবেশের দিকে তাকিয়ে এগুলি ডিজাইন করা হয়েছে। এই গাড়িতে ব্যবহৃত 200cc শক্তির ইঞ্জিন কম তেল ব্যবহার করে, পরিবেশ দূষণ কম হয় আর খরচও কম হয়। অপরদিকে 300cc-র ইঞ্জিন Piaggio MP3 থ্রি-হুইলার স্কুটারের টেকনোলজির ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। দুর্দান্ত কর্মক্ষমতা প্রদান করে এই ইঞ্জিন। এছাড়া এই গাড়িতে Piaggio MP3 300 Hybrid-এর ট্রেডিশনাল ইঞ্জিন রয়েছে। যা পরিবেশ দূষণ সৃষ্টি করে না। এতে 300cc-র সমান শক্তি রয়েছে। এই ইঞ্জিনের কারণে Piaggio NT3 প্রতি ঘন্টায় 80 কিলোমিটার বেগে ছুটতে পারে। আর ‘ইলেকট্রিক অনলি’ মোডে এই গাড়ি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 কিলোমিটার বেগে ছোটে।

এটি হ্যাচব্যাক মডেল। এই গাড়িতে পেট্রোল ব্যবহৃত হয়। প্রতি কিলোমিটারে 70 গ্রাম কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে Piaggio NT3। শহরে প্রতি লিটারে 30 কিলোমিটার মাইলেজ দেয়। আর হাইওয়েতে প্রতি লিটারে 33 কিলোমিটার মাইলেজ দেয়।

Piaggio NT3-এর দাম

এই গাড়ির এক্স শোরুম মূল্য 1.5 লাখ টাকা।