Ola S1 X: বাম্পার ডিসকাউন্ট! 12,000 টাকা কমে গেল ওলা ইলেকট্রিক স্কুটারের দাম, সঙ্গে ফ্রি 8 বছরের ওয়ারেন্টি

Avatar

Published on:

Ola Electric ভারতের একটি বিখ্যাত ইলেকট্রিক স্কুটার নির্মাণ সংস্থা। এই কোম্পানি প্রিমিয়াম কোয়ালিটির এডভান্স ফিচার যুক্ত ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে থাকে। বরাবর এই কোম্পানির ইলেকট্রিক স্কুটারের দাম সাধারণ মানুষের আয়ত্তের বাইরেই থাকে। কিন্তু ভালো কোয়ালিটির হওয়ার কারণে অনেকেই চান এই কোম্পানির ইলেকট্রিক স্কুটার ব্যবহার করতে। এবার আপনাদের জন্য রয়েছে একটি সুখবর। Ola Electric তাদের এন্ট্রি লেভেল ইলেকট্রিক স্কুটার Ola S1 X -এর দাম কমিয়ে দিয়েছে। জেনে নিন বিস্তারিত।

Ola S1 X তিনটি ভেরিয়েন্টে উপলব্ধ। প্রত্যেকটিতেই আপনারা 10 হাজার টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়া এতে একাধিক রাইডিং মোড রয়েছে। এই ইলেকট্রিক স্কুটারে 34 লিটারের আন্ডার সিট স্টোরেজ রয়েছে।

Ola S1 X স্কুটির ব্যাটারি ও রেঞ্জ

এই ইলেকট্রিক স্কুটারে তিনটি ভেরিয়েন্ট রয়েছে। এতে আপনারা 2 kWh, 3 kWh আর 4 kWh ক্ষমতা সম্পন্ন ব্যাটারি পেয়ে যাবেন। এই তিনটি ভেরিয়েন্ট যথাক্রমে 95 কিলোমিটার, 143 কিলোমিটার আর 190 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। 2 kWh ব্যাটারি ক্যাপাসিটির মডেলটি প্রতি ঘন্টায় 85 কিলোমিটার বেগে ছুটতে পারে। আর বাকি দুটি ভেরিয়েন্ট প্রতি ঘন্টায় সর্বোচ্চ 90 কিলোমিটার বেগে ছুটতে পারে।

এই ইলেকট্রিক স্কুটারে তিনটি রাইডিং মোড রয়েছে, যথা :- ইকো, নরমাল আর স্পোর্টস। রাইডিং মোডের ওপর নির্ভর করে Ola S1 X -এর সর্বোচ্চ গতিবেগ। এই ইলেকট্রিক স্কুটারের সামনে 5 ইঞ্চির ডিজিটাল ডিসপ্লে রয়েছে। আর 34 লিটারের আন্ডার সিট স্টোরেজ রয়েছে।

Ola S1 X-র দাম

গত বছর আগস্ট মাসে Ola S1 X ভারতে লঞ্চ হয়েছিল। সেই সময় এই ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হয়েছিল 79 হাজার 999 টাকা থেকে। তবে এখনও পর্যন্ত এই ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু হয়নি। আগামী সপ্তাহের মধ্যে গোটা ভারতে এই মডেলের ডেলিভারি শুরু হয়ে যাবে। এতে আপনারা 8 বছর অথবা 80 হাজার কিলোমিটার পর্যন্ত কমপ্লিমেন্টারি ওয়ারেন্টি পাবেন। এক্ষেত্রে আপনাদের কোন অতিরিক্ত টাকা খরচ করতে হবে না।

Ola S1 X-র অফার সম্বন্ধে জেনে নিন

Ola Electric তাদের Ola S1 X মডেলে 10 হাজার টাকা ছাড় দিচ্ছে। এখন আপনারা 2 kWh ব্যাটারি ক্যাপাসিটির ভেরিয়েন্ট 69 হাজার 999 টাকায়, 3 kWh ব্যাটারি ক্যাপাসিটির ভেরিয়েন্ট 84 হাজার 999 টাকায় আর 4 kWh ব্যাটারি ক্যাপাসিটির ভেরিয়েন্ট 99 হাজার 999 টাকায় কিনতে পারবেন।