এবার ঘরে ঘরে চারচাকা! এক দেখাতেই হবে পছন্দ, লঞ্চ হল MG Comet EV

Avatar

Published on:

MG Motor India তাদের MG Comet EV-র লঞ্চ নিয়ে ঘোষণা করেছে। এতে আপনারা ফাস্ট চার্জিং অপশন পেয়ে যাবেন। এই মডেলের নতুন দুটি ভেরিয়েন্টে বেশকিছু নতুন ফিচার যুক্ত করেছে কোম্পানি। আগে এই MG Comet EV মোট 3 টি ভেরিয়েন্টে উপলব্ধ ছিল। যথা :- পেস, প্লে আর প্লুস। এই 3 টি ভেরিয়েন্টকে পরিবর্তন করে এক্সিকিউটিভ, এক্সাইট আর এক্সক্লুসিভ ভেরিয়েন্ট আনা হয়েছে। এক্সাইট আর এক্সক্লুসিভ ভেরিয়েন্টে ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। তবে ভেরিয়েন্টগুলির নাম কেবল পরিবর্তন হয়েছে, এছাড়া বিশেষ কোনো পরিবর্তন হয়নি। এক্সক্লুসিভ ভেরিয়েন্টটির দাম  20 হাজার টাকা বেশি। অপর 2 টি ভেরিয়েন্টের দাম অপরিবর্তিত রয়েছে।

বেস এক্সিকিউটিভ ট্রিমের এক্স শোরুম দাম 6.99 লাখ টাকা, মিড এক্সাইটের এক্স শোরুম দাম 7.88 লাখ টাকা আর ফাস্ট চার্জিংয়ের দাম 8.24 লাখ টাকা। টপ এক্সক্লুসিভ ভেরিয়েন্টটির এক্স শোরুম দাম 8.78 লাখ টাকা আর ফাস্ট চার্জিংয়ের এক্স শোরুম দাম 9.14 লাখ টাকা। MG Comet EV ফাস্ট চার্জিং ভেরিয়েন্টে 7.4 কিলোওয়াট AC চার্জার দেওয়া হয়েছে। আগে MG Comet EV-র সাথে 3.3 কিলোওয়াটের AC চার্জার দেওয়া হত। এর সাহায্যে 7 ঘন্টায় 100 শতাংশ চার্জ হয়ে যেত।

এক্সাইট আর এক্সক্লুসিভ ভেরিয়েন্টে ডিস্ক ব্রেক, ইলেকট্রিক পার্কিং ব্রেক, ESC, টার্ন ইন্ডিকেটর, ক্রিপ মোড ইত্যাদি দেওয়া হয়েছে। এছাড়া 10.25 ইঞ্চির ইনফোটেইনমেন্ট স্ক্রিন ও ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, 3 টি USB পোর্ট ইত্যাদি রয়েছে। সুরক্ষার জন্য এই গাড়িতে ABS, EBD, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ডুয়াল ফ্রন্ট এয়ার ব্যাগ আর সেন্সর সহ রিভার্স ক্যামেরা রয়েছে।

MG Comet EV: পাওয়ার ট্রেন

MG Comet EV তে 17.3 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে। এর সাথে সিঙ্গেল ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। যা 42 hp শক্তি ও 110 Nm টর্ক উৎপাদন করে। ব্যাটারিটি IP67 রেটিং যুক্ত। ARAI অনুযায়ী এই গাড়ি 230 কিলোমিটার রেঞ্জ দেবে।

MG Comet EV গাড়ির দাম

এখন MG Comet EV-র এক্স শোরুম দাম 6.99 লাখ টাকা থেকে 9.14 লাখ টাকার মধ্যে।