Mahindra Treo Plus: বাজারে হৈ চৈ! লঞ্চ হতেই 50 হাজার বিক্রি, খরচ মাত্র 10 পয়সা প্রতি কিমিতে

Avatar

Published on:

Mahindra Last Mile Mobility Limited ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক থ্রি-হুইলার কোম্পানি। এই কোম্পানি লঞ্চ করতে চলেছে তাদের নতুন ইলেকট্রিক রিকশা Treo Plus। এতে রয়েছে মেটাল বডি। 2018 সাল থেকে Mahindra তাদের ইলেকট্রিক থ্রি-হুইলার সেগমেন্টে ট্রেইলব্লেজার হিসাবে আবির্ভূত হয়েছে। এটি Treo সিরিজের জন্য ব্যাপক প্রশংসা পেয়েছে।

এখনও পর্যন্ত 50 হাজার ইউনিট বিক্রি হয়েছে। Treo থ্রি-হুইলার দক্ষতা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। এই যানবাহনগুলি মিলিতভাবে 1.10 বিলিয়ন কিলোমিটার পথ অতিক্রম করেছে। তার ফলে 18 হাজার 500 মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হ্রাস পেয়েছে। L5M EV ক্যাটাগরিতে Treo সিরিজ 52 শতাংশ মার্কেট শেয়ার পরিচালনা করে।

Mahindra Treo Plus-এর স্পেসিফিকেশন

Treo Plus D+3 ক্ষমতাসম্পন্ন যাত্রী পরিসেবা দিয়ে থাকে। যা শহরের জন্য আদর্শ। প্রতি কিলোমিটারে মাত্র 10 পয়সা খরচ হয় এই থ্রি-হুইলারে। দৈনিক যাতায়াতের জন্য এটি যথেষ্ট সাশ্রয়ী। এটি সম্পূর্ণ চার্জ হতে 4 ঘন্টা 20 মিনিট সময় নেয়। ARAI অনুযায়ী, Treo Plus 167 কিলোমিটার রেঞ্জ দেয়। তবে বাস্তবে এই ইলেকট্রিক থ্রি-হুইলার 150 কিলোমিটার মতো রেঞ্জ দিতে পারে। Treo Plus বুস্ট মোডে প্রতি ঘন্টায় 55 কিলোমিটার বেগে ছুটতে পারে। এতে 48 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। এতে 10.24 কিলোওয়াটের ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে। যা 8 কিলোওয়াট পাওয়ার আর 42 Nm টর্ক উৎপাদন করে।

Treo Plus-এর হুইলবেস 2073 মিলিমিটার। এতে হিল হোল্ড অ্যাসিস্ট রয়েছে। এই ইলেকট্রিক থ্রি-হুইলারে 5 বছর অথবা 120,000 কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন।

Mahindra Treo Plus-র ফাইন্যান্স প্ল্যান

Treo Plus -এর এক্স শোরুম মূল্য 3.58 লাখ টাকা। সবার পক্ষে এত টাকা দিয়ে গাড়ি কেনা সম্ভব নয়। তাই Mahindra নিয়ে এসেছে ফাইন্যান্স প্ল্যান। 90 শতাংশ পর্যন্ত ফাইন্যান্সের সুবিধা রয়েছে। 60 মাসের জন্য আপনারা সুদে Treo Plus কিনতে পারবেন। এক্ষেত্রে ডাউন পেমেন্টর পরিমাণও খুব বেশি নয়। এর পাশাপাশি UDAY প্রোগ্রামের অন্তর্গত Treo Plus -এর ক্রেতারা 10 লাখ টাকার অ্যাক্সিডেন্ট ইন্সুরেন্স কভার পেয়ে যাবেন।