Hero Electric bicycle: বাইকের চাহিদা মেটাবে হিরোর ই-সাইকেল! ঝক্কাস মাইলেজ, দাম মাত্র নামে

Avatar

Published on:

বর্তমানে ইলেকট্রিক স্কুটারের চাহিদা খুব বেড়েছে। একটার পর একটা কোম্পানি ভারতীয় বাজারে ইলেকট্রিক টু-হুইলার লঞ্চ করে চলেছে। পিছিয়ে নেই Hero Electric। Hero Electric ভারতের অন্যতম বিশ্বস্ত কোম্পানি। বহু মানুষ Hero কোম্পানির বাইক পছন্দ করেন। এবার Hero ভারতীয় বাজারে নতুন ইলেকট্রিক বাই-সাইকেল লঞ্চ করতে চলেছে। জেনে নিন বিস্তারিত।

এই ইলেকট্রিক বাই-সাইকেল ব্যাটারি চালিত হবে। এতে দুর্দান্ত রেঞ্জের পাশাপাশি অ্যাডভান্স ফিচার পেয়ে যাবেন। আজকের প্রতিবেদনে আমরা এই ইলেকট্রিক বাই-সাইকেলের সম্পর্কে কথা বলব।

Hero Electric bicycle-র ফিচার্স

এই ইলেকট্রিক বাই-সাইকেলে দুর্দান্ত ফিচার্স দিয়েছে কোম্পানি। এতে ছোট ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল, রিয়াল টাইম স্পিডোমিটার, USB চার্জিং পোর্টের মতো আধুনিক ফিচারের সুবিধা রয়েছে। এছাড়া Hero-র এই ইলেকট্রিক বাই-সাইকেলে ডবল ডিস্ক ব্রেক রয়েছে। আর টেলিস্কোপিক অ্যাডজাস্টেবল সাসপেনশন রয়েছে।

Hero Electric bicycle-র ব্যাটারি ও রেঞ্জ

এই ইলেকট্রিক বাই-সাইকেলে অ্যাডভান্স ফিচারের পাশাপাশি শক্তিশালী ব্যাটারি প্যাক রয়েছে। এতে 5.8 কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। সম্পূর্ণ চার্জে এটি 75 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় 4 ঘন্টা থেকে 5 ঘন্টা। এর সাথে 300 ওয়াটের BRC চার্জার পেয়ে যাবেন।

Hero Electric bicycle-র দাম

এই ইলেকট্রিক বাই-সাইকেলের দাম 35 হাজার টাকা। এটি 2024 এর জুলাই মাসে লঞ্চ হবে।