Custom Honda CB350 এবার নতুন লুকে! চেহারাই কোনও বিদেশী বাইকের থেকে কম না

Avatar

Published on:

Royal Enfield Classic 350 আর Honda CB350-র মধ্যেকার প্রতিযোগিতা বাইক প্রেমীদের অজানা নয়। এই 2 টি ভারতের অন্যতম বিখ্যাত ক্লাসিক মোটরসাইকেল। অনেকদিন ধরেই হয়তো‌ আপনারা এমন মডেল কেনার কথা ভাবছেন, এই সুযোগকে এবার কাজে লাগান। Honda CB350 ভারতে সেলে পেয়ে যাবেন। জেনে নিন বিস্তারিত।

Honda CB350-র 3 টি ভেরিয়েন্ট ভারতে সেলে বিক্রি করছে কোম্পানি। এই 3 টি ভেরিয়েন্টের মধ্যে সবথেকে স্পোর্টি ভেরিয়েন্ট হল Honda CB350 RS। Honda CB350 RS-এর কাস্টম ম্যাজিকাল রেসিং মডেলে কার্বন ফাইবারের পার্টস রয়েছে। এটি জাপানের ম্যাজিকাল রেসিং থেকে যুক্ত করা হয়েছে।

Custom Honda CB350 বাইকের স্পেসিফিকেশন

Honda CB350 সিরিজে 3 ধরনের বডি স্টাইল আর একাধিক অপশনাল প্যাকেজ রয়েছে। এর মধ্যে আপনারা OEM -এর তরফ থেকে কাস্টোমাইজ করার অপশন পেয়ে যাবেন। Honda CB350 লাইন-আপ ভারতেই ম্যানুফ্যাকচার হয়। আর জাপানে রপ্তানি করা হয়। Honda CB350 জাপানে Honda GB350 নামে আর Honda CB350RS জাপানে GB350 S নামে বিক্রি হয়।‌ এছাড়া Honda CB350 Classic জাপানে GB350 C নামে পাওয়া যায়। ম্যাজিকাল রেসিং Honda CB350 সিরিজের Honda CB350 RS অর্থাৎ GB350 S -এর স্পোর্টি গুণের জন্য বেছে নিয়েছে। আর এতেই তারা কেরামতি দেখিয়েছে।

তবে এই মডেলে কিন্তু আহামরি কোনো বদল‌ আনেনি ম্যাজিকাল রেসিং।‌ তার বদলে Honda -র আসল আইডিয়াকে সামনে রেখে নতুনত্ব যোগ করেছে Honda CB350 RS অর্থাৎ GB350 S-এ। এই মডেলে কার্বন ফাইবারের ORVM যুক্ত করা হয়েছে। এতে টাইপ 6 হেড ও 10 মিলিমিটারের থ্রেড ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে FRP রেয়ার টেইল যুক্ত করা হয়েছে, যা লুকটি আরও ভালো করেছে। রেয়ার ফেন্ডারকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য Honda CB350RS-এ ওপেন টাইপ চেইন কভার দেওয়া হয়েছে।

রেয়ার ফেন্ডার আর ফ্রন্ট ফেন্ডারে আপনারা 2 টি রঙের বিকল্প পাবেন – সিলভার ও ম্যাট ব্ল্যাক। এই 2 টি ফেন্ডারই স্টেইনলেস স্টিলের তৈরি। এই মডেলে রেট্রো লুকের জন্য একটি ড্যাশ যুক্ত করা হয়েছে। এতেও আপনারা 2 টি রঙের বিকল্প পাবেন – সিলভার ও ম্যাট ব্ল্যাক। এছাড়া প্যাকেজের সাথে আপনারা ফ্রন্ট উইন্ডস্ক্রিন পেয়ে যাবেন। তবে এই প্যাকেজ অপশনাল। খানিকটা স্পোর্টি লুক দেওয়ার জন্য এই মডেলে কার্বন ফাইবার, স্টেইনলেস স্টিল আর অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে।

Custom Honda CB350-এর ইঞ্জিন

এই বাইকে 348.36cc-র এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে। যা 21 Ps শক্তি ও 29 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স।