Car Buying Tips: গাড়ি কেনার সময় এই কাজ না করলেই ঠকবেন, জলে যাবে টাকা

Avatar

Published on:

Car Buying Tips: আপনি কি নতুন গাড়ি কিনতে চাইছেন? গাড়ি কেনার আগে এই তথ্য জেনে নিন, নাহলে সমস্যায় পড়তে পারেন। নতুন গাড়ি কেনার জন্য সঠিক সময় বেছে নেওয়া খুব জরুরী। আসলে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অফার চলে। তাই সঠিক সময়ে পছন্দের গাড়িটি কিনতে পারলে বেশ খানিকটা টাকা বাঁচাতে পারবেন।

নতুন গাড়ি কেনার আগে আপনার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। আজকের প্রতিবেদনে আমরা চেষ্টা করব আপনাদের কিছুটা সাহায্য করার।‌ বর্তমানে অনেকেই গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু বুঝে উঠতে পারছেন না, নতুন গাড়ি কখন কেনা ঠিক হবে? কত টাকার মধ্যে ভালো গাড়ি পাওয়া যাবে?

গাড়ি কেনার জন্য বাজেটের পাশাপাশি আরও কয়েকটি দিক বিবেচনা করা দরকার। বিভিন্ন কোম্পানি বছরের বিভিন্ন সময়ে নিজেদের নতুন গাড়ি লঞ্চ করে। আর তাদের নতুন মডেলে অফার ও বোনাস দেয়। এছাড়া উৎসবের মরশুমেও বিভিন্ন কোম্পানি তাদের মডেলের ওপর অফার দেয়। স্পেশাল বোনাসের পাশাপাশি লিমিটেড টাইমের বোনাস রয়েছে। এইসব অফারের কারণে আপনারা অনেক টাকা বাঁচাতে পারবেন।

অনেকেই এখন ফাইন্যান্স প্ল্যানে গাড়ি কিনছেন। কিন্তু হঠকারিতা করে এমন সিদ্ধান্ত নেবেন না। ডাউন পেমেন্ট করার আগে ভেবে নেবেন প্রতি মাসে EMI দিলে আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না তো? সম্পূর্ণ EMI সঠিক সময়ে দিতে পারবেন তো? আর যেই বাজেট আগে থেকে নির্ধারণ করবেন, তার থেকে বেশি দামের গাড়ি কেনার কথা ভাববেন না। অফার যতই লোভনীয় হোক, আর্থিকভাবে আপনাকে সমস্যায় ফেলতে পারে। সমস্ত দিক খেয়াল রেখে তবেই নতুন গাড়ি কিনবেন।