2024 Yamaha Aerox 155 Version S: চোরেও চুরি করতে পারবে না! গাড়ির ফিচার জুড়ে দিয়ে ঝক্কাস স্কুটার Yamaha-র

Avatar

Published on:

2024 Yamaha Aerox 155 Version S: ভারতে কয়েক দশক ধরে Yamaha সফলভাবে ব্যবসা করছে। এই বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাজারে নতুন স্কুটার লঞ্চ করেছে। Yamaha তাদের Aerox 155 রেঞ্জে নতুন ভেরিয়েন্ট ভারতীয় বাজারে নিয়ে এসেছে। জেনে নিন বিস্তারিত।

ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে 2024 Yamaha Aerox 155 Version S। এতে আধুনিক টেকনোলজির ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে গাড়ির মতো কয়েকটি ফিচার যুক্ত করা হয়েছে। এই স্কুটার চাবি ছাড়াই স্টার্ট হয়। এই ভেরিয়েন্টে ‘স্মার্ট কী’ -এর মতো ফিচার রয়েছে। এটি আপনারা Yamaha-র ব্লু স্কোয়ার শোরুমে পেয়ে যাবেন। এটি একটি এক্সক্লুসিভ মডেল। এতে আপনারা 2 টি রঙের বিকল্প পাবেন – রেসিং ব্লু আর সিলভার।

2024 Yamaha Aerox 155 Version S স্কুটির ইঞ্জিন

এই স্কুটারে 155cc-র ব্লু কোর ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 8,000 rpm-এ 15 Ps শক্তি ও 13.9 Nm টর্ক উৎপাদন করে। এতে E20 ফুয়েল ব্যবহার করা যাবে। ফলে আপনাদের পেট্রোলের পিছনে খানিকটা কম খরচ হবে।

2024 Yamaha Aerox 155 Version S-র ফিচার্স

2024 Yamaha Aerox 155 Version S-এ LED লাইটিং, চার্জিং সকেট, স্টার্ক-স্টপ টেকনোলজি, ব্লুটুথ কানেক্টিভিটি ও ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টারের মতো ফিচার রয়েছে। এছাড়া এতে আন্সার ব্যাক ক্যাপাবিলিটি রয়েছে। ইগনিশনের জন্য চাবির দরকার পড়ে না। এই স্কুটার স্টার্ট করার জন্য নব রয়েছে।

এছাড়াও এতে ইমোবিলাইজার রয়েছে। এই ধরনের ফিচার সাধারণত আমরা গাড়িতে দেখতে পাই। এই ফিচারের কারণে স্কুটার চুরি হওয়ার ভয় থাকে না। এতে 14 ইঞ্চির চাকা আর 25 লিটারের আন্ডার সিট স্টোরেজ রয়েছে। এই স্কুটির দাম রাখা রয়েছে Rs. 1,50,600 (এক্স শোরুম পাইজ)।