2024 Aprilia RSV4 Factory: সুইচ টিপলেই দৌড়াবে ঝড়ের গতিতে! এসেছে নতুন সুপার বাইক, দাম দেখে চক্ষু চড়কগাছ

Avatar

Published on:

Aprilia ভারতে 2024 RSV4 Factory লঞ্চ করেছে। এটি Aprilia-র ফ্ল্যাগশিপ সুপার বাইক। আজকের প্রতিবেদনে এই সুপার বাইকের সম্বন্ধেই বিশদে কথা বলব।

2024 Aprilia RSV4 Factory বাইকের ইঞ্জিন

সবার প্রথমে আমরা এই সুপার বাইকের ইঞ্জিন সম্বন্ধে কথা বলব। 2024 Aprilia RSV4 Factory মডেলে 1099cc -র লিকুইড কুল্ড V4 ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 13,000 rpm -এ 214 bhp শক্তি ও 10,500 rpm -এ 125 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। এছাড়া এতে কুইক সিফ্টার রয়েছে।

2024 Aprilia RSV4 Factory: সাসপেনশন ও ব্রেক

এই বাইকের ইঞ্জিন একটি ডুয়াল বীম অ্যালুমিনিয়াম ফ্রেমের ভিতরে অবস্থিত। এই বাইকে 43 মিলিমিটারের আপ সাইড ডাউন ফোর্ক আর 123 মিলিমিটারের ট্র্যাভেল সহ সামনের দিকে Ohlins ইলেকট্রনিক সাসপেনশন রয়েছে। আর পিছন দিকে 115 মিলিমিটারের হুইল ট্র্যাভেল সহ Ohlins ইলেকট্রনিক অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে। এছাড়া সামনের চাকায় 330 মিলিমিটারের টুইন ডিস্ক ব্রেক রয়েছে রং পিছনের চাকায় 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক রয়েছে। সম্ভবতঃ বাইকটির ওজন 202 কেজি হবে।

2024 Aprilia RSV4 Factory বাইকের ফিচার্স

এই বাইকে বেশকিছু ইলেকট্রনিক ফিচার দেওয়া হয়েছে। 2024 Aprilia RSV4 Factory তে 6 টি রাইডিং মোড রয়েছে। এছাড়া লীন সেনসিটিভ ট্র্যাকশন কন্ট্রোল, ABS, ইঞ্জিন ম্যাপ ও ইঞ্জিন ব্রেক কন্ট্রোল সেটিং রয়েছে। এছাড়া রঙিন TFT ডিসপ্লে রয়েছে। এই সুপার বাইকে ইতালিয়ান ডিজাইন রাখা হয়েছে। এতে আপনারা LED হেডলাইট আর স্লিক টেইল সেকশন পেয়ে যাবেন।

2024 Aprilia RSV4 Factory-র দাম ও প্রতিদ্বন্দ্বী

এই সুপার বাইকের এক্স শোরুম মূল্য 31.26 লাখ টাকা রাখা হয়েছে। এটি Ducati Panigale V4 S (এক্স শোরুম মূল্য 33.47 লাখ টাকা) -এর সাথে প্রতিযোগিতা করবে।