WhatsApp Secret Tips: ভারত তথা সারা বিশ্বের জনপ্রিয় অ্যাপ হল WhatsApp। সারাদিনের ব্যাস্ততার মধ্যেও আমরা ভুলিনা মেসেজ চেক করতে। হোয়াটসঅ্যাপের একটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা প্রেরককে স্বীকার করতে দেয় যে প্রাপক হোয়াটসঅ্যাপ বার্তাটি দেখেছেন কিনা। হোয়াটসঅ্যাপের উন্নত মানের বৈশিষ্ট্য রয়েছে যার সাহায্যে প্রেরক বুঝতে পারে যে প্রাপক হোয়াটসঅ্যাপ মেসেজটি দেখেছেন কিনা।
তবে জানিয়ে রাখি, হোয়াটসঅ্যাপে দুটি চেক মার্ক মানে বলে যে মোবাইলটি টেক্সট পাঠিয়েছে, কিন্তু অন্য দিকে এটি রিসিভ করেননি। এক্ষেত্রে যদি দুটি নীল চেক মার্ক দেখায় তাহলে বুঝতে হবে প্রাপক আপনার মেসেজটি পড়েছে।
কিন্তু মুশকিল হচ্ছে অনেক সময় আমরা ভুলবশত কোনো মেসেজ খুলে ফেলি যার উত্তর আমরা দিতে চায়না। সেক্ষেত্রে আপনাকে উত্তর তো দিতেই হয়, কারণ লুকানোর কোন জায়গা নেই। তবে এবার থেকে আপনি সহজেই অন্যের মেসেজ পড়তে পারবেন এবং দ্বিতীয় ব্যক্তি জানতেও পারবেনা। রইল বিস্তারিত তথ্য।
WhatsApp Secret Tips: পদ্ধতি নম্বর ১
ফ্লাইট মোডের সাহায্যে আপনি মেসেজ পড়তে পারেন প্রেরককে না জানিয়ে।
- প্রথমেই আপনার ফোনের ফ্লাইট মোড অন করুন।
- এরপর হোয়াটসঅ্যাপে যে মেসেজটি পরচতে চাইছেন সেটি ওপেন করে পড়ুন।
- পড়া হয়ে গেলে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিন।
- পুনরাই এবার ফ্লাইট মোড অফ করে দিন।
মনে রাখার বিষয়, আপনার ফোনের ফ্লাইট মোড অন থাকা কালীন আপনি নতুন মেসেজ পাবেন না।
WhatsApp Secret Tips: পদ্ধতি নম্বর ২
হোয়াটসঅ্যাপে রিড রিসিপ্ট ফিচারের সাহায্যে আপনি যে কোনো মেসেজ পড়তে পারেন।
- প্রথমেই আপনার স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
- এরপর ডান দিকে কোনে তিনটি বিন্দুতে ক্লিক করুন এবং সেটিংস অপশনটি বেছে নিন।
- তারপর Privacy বিকল্পে ক্লিক করুন।
- সবশেষে রিড রিসিপ্ট (Read Receipts) পরিষেবাটি বন্ধ করে দিন।
তবে এক্ষেত্রে মনে রাখাবেন, আপনিও দেখতে পারবেন না যে অন্য ব্যক্তি আপনার মেসেজটি পড়েছে কিনা।
WhatsApp Secret Tips: পদ্ধতি নম্বর ৩
আপনি নোটিফিকেশন থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ পড়তে পারেন। অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ক্ষেত্রেই অ্যাপ না খুলে সরাসরি মেসেজ পড়তে পারেন। কিন্তু সেক্ষেত্রে একটি সীমাবদ্ধতা আছে। আপনি দীর্ঘ মেসেজ দেখতে বা ছবি এবং ভিডিও ইত্যাদি দেখতে পারবেন না। নোটিফিকেশন প্যানেলে শুধুমাত্র মেসেজের একটি অংশ দেখায়।
WhatsApp Secret Tips: পদ্ধতি নম্বর ৪
হোম স্ক্রিনের যে কোনও ফাঁকা জায়গায় কিছুক্ষণ প্রেস করুন এবং হোল্ড করে রাখুন। এরপর মেনু থেকে ‘Widget’ সিলেক্ট করে, তালিকা থেকে WhatsApp সিলেক্ট করুন। এরপর লং প্রেস করে হোম পেজে এটিকে পছন্দসই স্থানে টেনে আনুন। প্রয়জনে এটির আকার ছোট বা বড় করতে পারেন।