বন্ধুদের সাথে গ্রুপে ভার্চুয়াল আড্ডা বা অফিসিয়াল কাজ হোক, আমরা WhatsApp-এর উপর নির্ভরশীল। যতো দিন যাচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp) এর ইউজার এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই জনপ্রিয় সোশাল মিডিয়া প্লাটফর্ম ইউজারদের অভিজ্ঞতা বাড়াতে নতুন নতুন ফিচার এনেছে। সম্প্রতি এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, যা থেকে বোঝা যাচ্ছে WhatsApp এক নতুন ফিচারের উপর কাজ করছে যা ভিডিও কল করার অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলবে।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo সম্প্রতি জানিয়েছে যে, ইউজারদের জন্য স্ক্রিন শেয়ারিং ফিচার নিয়ে এসেছে WhatsApp। এর ফলে গ্রুপ ভিডিয়ো কলে ফোনের স্ক্রিন থেকে বিভিন্ন ডকুমেন্ট ভিডিয়ো-সহ স্ক্রিনের সব কিছু শেয়ার করতে পারবেন WhatsApp ইউজাররা। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য ভার্সন ২.২৩.১১.১৯-এ উপলব্ধ।
এই প্রতিবেদন থেকে আরও জানা যাচ্ছে, স্ক্রিন শেয়ারিং ফিচারে ইউজারের হাতে সম্পূর্ণ নিয়ন্ত্রন থাকবে। যদি কোন ইউজার স্ক্রিন শেয়ারের অনুমতি দেই তবেই এই ফিচারটি কার্যকর হবে ঠিক Google Meet-দের মতো।
কি কি লাগবে?
হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার পেতে গেলে WhatsApp –এর লেটেস্ট ভার্সন ইনস্টল থাকতে হবে। Google Play Store অথবা App Store এ লগ ইন করে আপডেট করা যাবে।
WhatsApp-এর স্ক্রিন শেয়ারিং ফিচার কি করে কাজ করবে?
সম্প্রতি জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ (WhatsApp) একটি নতুন আপডেটে কাজ করছে যাতে ইউজাররা তাদের স্ক্রিন শেয়ার করতে পারে বন্ধু বা পরিচিতদের সাথে। এই নতুন ফিচার ইউজারদের ভিডিও কল করার অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলবে।
WABetaInfo অনুযায়ী, ইউজাররা কল কন্ট্রোল ভিউতে অবস্থিত একটি নতুন আইকন দেখতে পাবেন যা ব্যবহার করে তাদের স্ক্রিন শেয়ার করতে পারবে। ইউজাররা যখন তাদের স্ক্রীন শেয়ার করার সিদ্ধান্ত নেবে, তখন তাদের স্ক্রিন দ্বিতীয় ইউজারের কাছে শো হবে এবং রেকর্ড হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, স্ক্রিন শেয়ারিং ফিচারে ইউজারের হাতে সম্পূর্ণ নিয়ন্ত্রন থাকবে। যদি কোন ইউজার স্ক্রিন শেয়ারের অনুমতি দেই তবেই এই ফিচারটি কার্যকর হবে ঠিক Google Meet-দের মতো।