ADVERTISEMENT

WhatsApp New Update: ফোন নাম্বার ছাড়াই মিলবে হোয়াটসঅ্যাপ পরিষেবা

Published on:

ADVERTISEMENT

প্রিয়জন বা বন্ধুদের সাথে আড্ডা সব ক্ষেত্রেই আমরা হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যাবহার করে থাকি। কিন্তু মুশকিল হচ্ছে  কখনও কখনও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সে, অজানা কোনো নাম্বার থেকে মেসেজ বা ফোন কল আসছে। আমাদের অজান্তেই ব্যাক্তিগত তথ্য ফাস হয়ে যাচ্ছে। আমরা প্রায় শুনে থাকি,  হোয়াটসঅ্যাপের মাধ্যমে অজানা কোনো ব্যাক্তি লোভ দেখিয়ে টাকা চুরি করে নিয়েছে। যতো দিন যাচ্ছে হোয়াটসঅ্যাপ কেলেঙ্কারি বেড়েই চলেছে। ইউজারদের কথা মাথাই রেখে হোয়াটসঅ্যাপ নতুন আপডেট (WhatsApp New Update) আনছে। এই প্রতিবেদনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের নতুন আপডেট (WhatsApp New Update) সম্পর্কে আলোচনা করবো।

ADVERTISEMENT

হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্যে নতুন আপডেট –

সম্প্রতি জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ (WhatsApp) একটি নতুন আপডেটে কাজ করছে যাতে ইউজাররা তাদের ফোন নাম্বার সুরক্ষিত রাখতে পারে স্ক্যামার বা হ্যাকারদের থেকে। জানা যাচ্ছে এবার থেকে নাম্বারের পরিবর্তে ইউজাররা নাম ব্যাবহার পারবে। ফলে হোয়াটসঅ্যাপে বন্ধুত্ত করার জন্যে দিতে হবে নাম্বার নাম্বারের পরিবর্তে নাম। WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন আপডেট (WhatsApp New Update) খুব তাড়াতাড়ি এই পরিষেবাটি ইউজাররা পেতে চলেছে, তবে কয়েক মাস সময় লাগবে বলে জানা যাচ্ছে।

আরও জানা যাচ্ছে, ইউজারদের নামের সাহায্যে শুরু করা মেসেজ গুলি এন্ড-টু-এন্ড এনক্রিপশন (End To End Encryption) দ্বারা সুরক্ষিত থাকবে। অনেক সোশ্যাল মিডিয়া (Social Media) অ্যাপে ইউজারদের নাম ব্যবহার করা হয়, যেখান থেকে ইউজাররা মোবাইল নম্বর না জানিয়ে ইউজারদের নামের মাধ্যমে লগইন করতে পারেন এবং অন্যদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। আশা করা যাচ্ছে হোয়াটসঅ্যাপও এই রকম ফিচার আনতে চলেছে ইউজারদের জন্যে।

হোয়াটসঅ্যাপে নাম্বারের পরিবর্তে নাম দিয়ে লগইনের কারন কি ?

আমরা আগেই আলোচনা করেছি, এই ফিচার মাধ্যমে ইউজাররা তাদের ফোন নাম্বার সুরক্ষিত রাখতে পারবে স্ক্যামার বা হ্যাকারদের থেকে। হোয়াটসঅ্যাপ ইউজাররা তাদের অ্যাকাউন্টে গোপনীয়তার আরেকটি স্তর যুক্ত করার সুযোগ পাবেন। এবার থেকে আপনার পরিচিত কাউকে হোয়াটসঅ্যাপে যুক্ত করার জন্যে নাম্বারের পরিবর্তে নাম দিলেই হবে এবং আপনার পরিচিত কাউকে খুজতে নাম্বারের পরিবর্তে নাম টাইপ করে সহজেই খুজে নেয়া যাবে।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে মাধ্যমে কি স্প্যাম কল কমবে?

হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট কোনো ব্যাক্তিকে টার্গেট করে স্প্যাম মেসেজ বা কল আসে। অনেকেই স্প্যাম মেসেজ বা কলের ফাদে পরে, ফলে তাদের টাকা চুরি যায়। তবে আশা করা যাচ্ছে, নাম্বারের পরিবর্তে নাম ব্যাবহার করলে স্প্যাম কলের পরিমান কিছুটা হলেও কমতে পারে। 

ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি লগ ইন করার জন্য নাম্বারের প্রয়জন হয়না, নাম দিয়েই লগইন করা যাই। আশা করা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ (WhatsApp) এই রকম ফিচার আনতে চলেছে।

ছবি সৌজন্যে: পিক্সেল