বর্তমানে আমরা সকলেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম (Social Media Platform) গুলির সাথে জরিয়ে পরেছি। অফিসিয়াল কাজ হোক বা বন্ধুদের সাথে আড্ডা আমরা এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলি ব্যাবহার করে থাকি। কিন্তু অনেক সময় ভুল মেসেজ পাঠানোর ফলে সমস্যার মুখে পড়তে হয়। এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলির মধ্যে জনপ্রিয় প্লাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ (WhatsApp)। সম্প্রতি, হোয়াটসঅ্যাপ নতুন ফিচার (WhatsApp New Feature) লঞ্চ ঙ্করেছে যার মাধ্যেমে ভুল মেসেজ এডিট করে ঠিক করার সুবিধা পাবেন ইউজাররা।
কি ভাবে কাজ করবে এই নতুন ফিচার ?
ইউজারদের পাঠানো ভুল মেসেজ এডিট করার জন্যে নতুন একটি অপশন চালু করেছে সংস্থা। মার্ক জাকারবার্গ (Mark Zuckerberg) তার অফিসিয়াল ফেসবুক (Facebook) অ্যাকাউন্ট থেকে আপডেট দিয়েছেন, মেসেজ পাঠানোর ১৫ মিনিট পর্যন্ত এডিট করার সময় পাবেন ইউজাররা। অনেকেই আমরা মেসেজ পাঠানোর সময় বানান ভুল করে থাকি। এক্ষেত্রে মেসেজ পাঠানোর পরে এডিট করার অপশন থাকলে খুবই উপকার হবে ইউজারদের। তবে মনে রাখতে হবে মেসেজ পাঠানোর ১৫ মিনিট পর্যন্ত এডিট করার সময় পাবেন সময় পেরিয়ে গেলে এই সুবিধা পাবেননা।
ভুল মেসেজ পাঠালে এডিট করবেন কি করে?
১. প্রথমে আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন এবং যেকোন একটি চ্যাটবক্স অন করুন।
২. চ্যাটবক্স অন করুন, আপনি যে মেসেজটি এডিট করতে চাইছেন সেটার উপর আঙ্গুল দিয়ে কিছুক্ষণ প্রেস করে রাখুন।
৩. এরপর আপনি একটি এডিট মেসেজ অপশন পাবেন, সেখানে প্রেস করলে লেখা পরিবর্তন করার সুযোগ পাবেন।
সম্প্রতি, এর আগে ইউজাররা যদি কাউকে ভুল মেসেজ পাঠাতো তাহলে মেসেজ ডিলিট করতো বা নতুন করে মেসেজ লিখে পাঠাতো। ৪৮ ঘণ্টা পর্যন্ত আপনি এই ভুল মেসেজ ডিলিট করার অপশন পাবেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপ আরও একটি গুরুত্ব ফিচার লঞ্চ করেছে, ইউজাররা নির্দিষ্ট একটি চ্যাটবক্স বা গ্রুপ চ্যাট লক করে রাখার সুবিধা পাবেন।