WhatsApp: এখন থেকে ২৪ ঘণ্টার পরিবর্তে ৩০ দিন পর্যন্ত থাকবে WhatsApp স্ট্যাটাস

হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য সুখবর, 30 দিন অবধি সেভ রাখা যাবে WhatsApp স্ট্যাটাস

WhatsApp New Feature: WhatsApp-এর Android ইউজারদের জন্যে দারুন সুখবর আনতে ছলেছে। হোয়াটসঅ্যাপ তাদের ইউজারের অভিজ্ঞতা বাড়াতে একের পর এক ফিচার এনেছে। ইতিমদ্ধ্যেই হোয়াটসঅ্যাপের ফন্ট পরিবর্তন, মেসেজ এডিট, পার্সোনাল চ্যাট লক ইত্যাদি ফিচার ছালু করার কথা জানিয়েছে। WABetaInfo ওয়েবসাইটের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, তারা এক নতুন ফিচার নিয়ে কাজ করছে। খুব শীঘ্রই ইউজাররা এই পরিষেবা উপভোগ কোরতে পারবে বলে জানা যাচ্ছে। এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো হোয়াটসঅ্যাপের নতুন পরিষেবা সম্পর্কে।

WhatsApp-এর নতুন পরিষেবা

সম্প্রতি জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ Status Archive নামে একটি ফিচার আনতে চলেছে, যার সাহায্যে ইউজারদের তাদের আগের স্ট্যাটাস পুনরায় শেয়ার করার অপশন দেবে। এই ফিচারের সাহায্যে ব্যবসায়িক অ্যাকাউন্টগুলির বেশ সুবিধা হবে। 

কারন কম সময়ের মধ্যে তারা চাইলে পুনরাই আবার এই স্ট্যাটাস ব্যবহার করতে পারবে। ৩০ দিন পর্যন্ত এই স্ট্যাটাস সেভ রাখা যাবে। বর্তমানে এটিকে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যান্ড্রয়েড বিটা (ভার্সন ২.২৩.১১.১৮) ইউজারদের নির্বাচন করার জন্য রোল আউট করা হবে।

বিজনেস ক্ষেত্রে কি ভাবে সাহায্য করছে Status Archive?

সাধারনত WhatsApp স্ট্যাটাস ২৪ ঘন্টা বা ১ দিনের মধ্যে ডিলিট হয়ে যাই। কিন্তু এই ফিচারের সাহায্যে স্ট্যাটাস ৩০ দিন পর্যন্ত সেভ থাকবে। ইউজার যদি চাই এই স্ট্যাটাস পুনরাই ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে সেভ থাকা স্ট্যাটাস শুধুমাত্র সেই ইউজার দেখতে পাবে বলে জানা যাচ্ছে।

WhatsApp: এখন থেকে ২৪ ঘণ্টার পরিবর্তে ৩০ দিন পর্যন্ত থাকবে WhatsApp স্ট্যাটাস

ছবি : Pixabay

হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপের ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে, অনেক ব্যবসা এই প্ল্যাটফর্মে তাদের গ্রাহকদের সাথে সরাসরি এবং ব্যক্তিগতভাবে জড়িত । সম্প্রতি, হোয়াটসঅ্যাপ ‘স্ট্যাটাস আর্কাইভ’ নামে একটি ফিচার নিয়ে পরীক্ষা করছে যা বিশেষভাবে ব্যবসায়িক অ্যাকাউন্টের জন্য ডিজাইন করা হয়েছে। এই ফিচারের সাহায্যে ইউজারদের ডিলিট হয়ে যাওয়া স্ট্যাটাস পুনরায় শেয়ার করার অপশন দেবে। জানা যাচ্ছে, এই পরিষেবা খুব শীঘ্রই ইউজারদের জন্য চালু হবে।