WhatsApp iOS: আইফোন ইউজাররা এখন থেকে ৪ টে ডিভাইস থেকে অন থাকতে পারবে

আইফোন ইউজারদের জন্য দারুন খবর, একসাথে ৪ টে ডিভাইসে অন থাকার পদ্ধতি জেনে নিন।

বর্তমানে আমরা সকলেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম (Social Media Platform) গুলির সাথে জরিয়ে পরেছি। WhatsApp জনপ্রিয় সোশাল মিডিয়া প্লাটফর্ম, এই অ্যাপের ব্যাবহার আমরা সকলেই কম বেশী করে থাকি। হোয়াটসঅ্যাপ তাদের ইউজারের অভিজ্ঞতা বাড়াতে একের পর এক ফিচার এনে চলেছে।  সম্প্রতি Wabetainfo প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, তারা এক নতুন ফিচারের উপর কাজ করছে। জানা যাচ্ছে, নতুন ফিচারটি আইফোন ইউজারদের জন্য। 

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার কি ? (WhatsApp New Feature)

হোয়াটসঅ্যাপ আইফোন ইউজারদের জন্য এক নতুন ফিচার আনতে চলেছে। এই ফিচারের নাম হোয়াটসঅ্যাপ কম্প্যানিয়ন মোড (WhatsApp Companion Mode)। হোয়াটসঅ্যাপ কম্প্যানিয়ন মোড ফিচারটি এতদিন Android ইউজারদের জন্য উপলব্ধ ছিল। কিন্তু এখন আইফোন ইউজাররাও এই পরিষেবা পাবে। 

WhatsApp iOS: আইফোন ইউজাররা এখন থেকে ৪ টে ডিভাইস থেকে অন থাকতে পারবে

হোয়াটসঅ্যাপ কম্প্যানিয়ন মোড (WhatsApp Companion Mode) সাহায্যে ইউজাররা তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চারটি ডিভাইসে লগইন করতে পারবে। এই ফিচারে আইফোন ইউজাররা ৪ টি ডিভাইসে একই সময়ে লগইন করতে পারবে এবং হোয়াটসঅ্যাপের সব রকম সুবিধা পাবে অর্থাৎ টেক্সট মেসেজ, ভিডিও কল, ভয়েস কল ইত্যাদি।

হোয়াটসঅ্যাপ কম্প্যানিয়ন মোড (WhatsApp Companion Mode) ব্যাবহার করার পদ্ধতি

  • কম্প্যানিয়ন মোড ব্যাবহার করার জন্য, আপনাকে অন্য একটি iOS ডিভাইস নিতে হবে।
  • এরপর নতুন ডিভাইস থেকে অ্যাপল স্টোর ওপেন করুন। 
  • তারপর WhatsApp ডাউনলোড করে ওপেন করুন।
  • ওপেন করার পর নাম্বার রেজিস্ট্রেশন পেজে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করার অপশন দেখতে পাবেন।
  • অপশনে ক্লিক করা পর QR কোড স্ক্রীন ওপেন হবে।
  • এরপর আপনার প্রাইমারি অ্যাকাউন্ট থেকে QR কোড স্ক্যান করুন।
  • অবশেষে আপনার অন্য iOS ডিভাইসের সাথে প্রাইমারি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে এবং আপনি সম্পূর্ণ অ্যাক্সেস পাবেন।