WhatsApp Call Back Feature: আবারও নতুন ফিচার, ইউজারদের জন্য নিয়ে এলো WhatsApp কল ব্যাক বাটন

হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করছে যা ব্যবহারকারীদের মিসড কল ব্যাক করা আরও সহজ করে তুলবে।

WhatsApp Call Back Feature: বিগত কয়েকদিন ধরে ইউজারদের জন্য বেশ কিছু বড় আপডেট তথা নতুন ফিচার চালু করেছে WhatsApp। Wabetainfo ওয়েবসাইটের শেয়ার করা তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, এই সংস্থা এক নতুন ফিচার নিয়ে কাজ করছে। এই ফিচারের নাম WhatsApp Call Back Feature। এই ফিচারের মূল লক্ষ্য হল ব্যবহারকারীদের কলিং পরিষেবা আরও উন্নত করা।

আপনি যদি হোয়াটসঅ্যাপ কলিং ফিচারটি ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই দেখে থাকবেন এই অ্যাপে মিসড কলের জন্য দ্রুত কল করার ক্ষেত্রে কোনও রকম অপশন দেইনা। সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপের কল অপশনে গিয়ে এই পরিষেবা ব্যবহার করতে হতো। কিন্তু এই নতুন উপডেটে এনেছে বিরাট পরিবর্তন।

WABetaInfo শেয়ার করা তথ্য অনুযায়ী, বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য অ্যাপটি শুধুমাত্র ইউজারদের মিসড কলের নোটিফিকেশন দেখায়। কিন্তু নতুন ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা কলব্যাক বাটনে ক্লিক করে তাৎক্ষণিকভাবে কল রিটার্ন করতে পারবেন। এই ফিচার ভয়েস এবং ভিডিও কল উভয়ের ক্ষেত্রেই কাজ করবে। অর্থাৎ ব্যবহারকারীরা যে ধরনের কল মিস করেছে তার উপর নির্ভর করে এটি একটি রিটার্ন ভয়েস কল বা ভিডিও কলের অপশন দেখাবে।

WhatsApp Call Back Feature ব্যবহার করবেন কি করে?

  • প্রথমে আপনার স্মার্টফোন থেকে অ্যাপ ওপেন করুন।
  • এরপর চ্যাট বক্স ওপেন করুন।
  • তারপর পরিচিত ব্যক্তির থেকে আসা কলের পাশে থাকা অপশন, Call Back বাটনে ক্লিক করুন।
  • এই পক্রিয়া সম্পন্ন হলেই, দ্বিতীয় ব্যক্তির কাছে অনায়াসে কল চলে যাবে।

নতুন WhatsApp Call Back Feature পরিষেবা পেতে গেলে মাইক্রোসফট স্টোরে (Microsoft Store) গিয়ে হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা ভার্সন ২.২৩২৩.১.০ ডাউনলোড করতে হবে। যেহেতু এটি একটি নতুন উপডেট তাই কিছু ব্যবহারকারীদের জন্য নাও দেখাতে পারে। তবে চিন্তার কিছু নেই নতুন উপডেটটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সমস্ত বিটা ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।