ট্রেনে ভ্রমন করলে এই ইনসিওরেন্স করতে ভুলবেন না

অনলাইনে টিকিট বুক করার সময় মাত্র ৩৫ পয়সার বিনিময়ে এই বীমা করাতে পারেন।

"

IRCTC Important Insurance

IRCTC নাগরিকদের সুরক্ষার তাগিদে একটি বীমা অফার করে

কোনও যাত্রীর দুর্ঘটনাজনিত কারণে যদি মৃত্যু ঘটে বা প্রতিবন্ধী হয়ে যায়  তাহলে বিমা সংস্থা ১০ লাখ টাকা পর্যন্ত বিমার টাকা পাওয়া যায়

"

Scribbled Arrow

যাত্রীর শরীরের কোন অংশ একেবারে প্যারালাইজড হয়ে যায় তাহলে সেই ব্যক্তি ৭.৫ লাখ টাকা পর্যন্ত পেতে পারে

IRCTC Important Insurance

পরবর্তী ১২ মাসের মধ্যে সেই ব্যক্তি মারা যান, তাহলে তাঁর ফ্যামিলি ডেথ ক্লেম  করতে পারবেন

ধন্যবাদ