Vivo X100 Pro+ ফোনে শক্তিশালী Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে । ফোনের ৩ টি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে Sony IMX890 বা IMX866 এর থেকে ভালো সেন্সর থাকার সম্ভবনা রয়েছে ।
Vivo X100 Pro+ specifications
Vivo X100 Pro+ নিয়ে কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে। মূলত, ফটোগ্রাফিতে ফোকাস করা এই ফোনটি এই বছরের নভেম্বরে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে পারে। Vivo X100 সিরিজে মোট তিনটি ফোন রয়েছে: Vivo X100, X100 Pro এবং Vivo X100 Pro+। তিনটি ফোনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে Vivo X100 Pro+, যেটিতে ৩ টি ৫০-মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে ৷ সম্প্রতি চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য জানিয়েছে। জানা গেছে, ফোনটিতে কাস্টম-মেড সেন্সর রয়েছে।
Vivo X100 Pro+-এ একটি 6.78-ইঞ্চি OLED স্ক্রিন রয়েছে যা 120Hz এ রিফ্রেশ রেটে ইউজ করা যাবে। আসা করা হচ্ছে Vivo X100 Pro+ এর কার্ভ ডিসপ্লে সহ একটি QHD+ ডিসপ্লে প্যানেল থাকবে। কিন্তু সঠিক ভাবে জানা নেই যে এটি একটি Samsung E7 স্ক্রিন বা BOE Q9+ প্যানেল ব্যবহার করবে কিনা। একটি ফিঙ্গারপ্রিন্ট রিডার স্ক্রিন এর ওপর থেকে উসে করা যাবে বলে জানা গেছে।
Android 14 ইতিমধ্যেই Vivo X100 Pro+ এ থাকবে এবং OriginOS 4.0 -এর উপরে থাকবে। Snapdragon 8 Gen 3 সহ ডিভাইসটি LPDDR5x RAM এবং UFS 4.0 স্টোরেজ সহ আসতে পারে। যেহেতু এটি এই সিরিজের সবচেয়ে ভালো ফোন হবে, তাই এর সবচেয়ে ব্যয়বহুল মডেলটিতে সম্ভবত 16 বা 24 GB RAM এবং 1 TB স্টোরেজ স্পেস থাকবে।
বর্তমানে, Vivo X100 Pro+-এর ব্যাটারি বা চার্জিং গতি সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে আগের মডেলে গুলির মতো, Vivo X100 Pro+ একটি IP68-রেটেড ডাস্ট এবং জল-প্রতিরোধী চ্যাসিস দেওয়া হবে বলে আসা করা যাচ্ছে।