Facebook Security Tips : মার্ক জুকারবার্গ ২০০৪ সালে ফেসবুকের সূচনা করেছিলেন। আর তারপর থেকেই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের দৈনন্দিন জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছে, এর পাশাপাশি এই প্ল্যাটফর্ম কিছু মানুষের রুজি রোজগারের একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছে। আর সেখানেই শুরু হয়েছে নানা সমস্যা, বর্তমানে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নানা ধরনের প্রতারণার সন্মুখিন হতে হয় ব্যবহারকারীদের। প্রতারকরা বিভিন্ন কলা কৌশলীর মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে আপনার বন্ধু-বান্ধব, পরিচিত কিংবা পরিবারের লোকেদের সাথে প্রতারণা করছে।
আপনি যদি ফেসবুক নিয়ে খুবই সক্রিয় হন তাহলে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইল নিয়ে খুবই সচেতন থাকতে হবে। আজকের এই নিবন্ধে এমন কিছু Facebook Security Tips নিয়ে আলোচনা করবো যেগুলি প্রয়োগ করে আপনি এইসব প্রতারকদের হাত থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখতে পারবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক।
Facebook Security Tips :
১. Log In Alert : এই Facebook Security Tips এর মাধ্যমে আপনি নিজের ফেসবুক অ্যাকাউণ্ট কে প্রতারকদের হাত থেকে রক্ষা করতে পারবেন। এর জন্য Security – Security And Login – Setting Up Extra Security – Get Alert Unrecognised Login সিলেক্ট করে নিতে হবে। এর ফলে আপনি ছাড়া অন্য কেউ আপনার অ্যাকাউণ্ট খুললে আপনার কাছে লগইন এলার্ট চলে আসবে।
২. Profile Picture Guard : এই Facebook Security Tips এর মাধ্যমে আপনি নিজের ছবিটিকে সুরক্ষিত করতে পারবেন। অনেক সময় দেখা যায় অনেক অসৎ ব্যাক্তি অন্য কারোর ছবি ডাউনলোড করে ফেক অ্যাকাউণ্ট খুলে খারাপ কাজে নিযুক্ত হয়। এর থেকে বাঁচার জন্য, নিজের প্রোফাইল গিয়ে, প্রোফাইল পিকচারের পাশে থাকা ক্যামেরা আইকনে ক্লিক করলে Turn On Picture Guard অপশন সিলেক্ট করে নিলে আপনার প্রোফাইল পিকচারের অসৎ ব্যবহার কেউ করতে পারবে না।
৩. Your Time On Facebook : এই অপশনে আপনি দেখে নিতে পারবেন আপনার অ্যাকাউন্ট সারাদিনে কতক্ষণ সক্রিয় ছিল, আপনি ছাড়া অন্য কেউ যদি আপনার প্রোফাইল দেখে থাকে তাহলে অবশ্যই আপনি এই টাইমের হিসেবে ধরে ফেলতে পারবেন। সেটি দেখতে হলে Settings – Your Time On Facebook – Seen Your Time-এ ক্লিক করলেই আপনি দিনে বা অতিতে কতক্ষণের জন্য এই অ্যাপ ব্যবহার করেছেন সেই সকল তথ্য দেখে নিতে পারবেন।
৪. Two Factor Authentication : আপনার ফেসবুক প্রোফাইলে এই অপশনটি অবশ্যই চালু করে রাখুন। এটি চালু থাকলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা সত্ত্বেও কেউ বিনা অনুমতিতে আপনার প্রোফাইলে লগইন করতে পারবে না, কারণ লগইন করার জন্য ফেসবুক একটি লগইন কোড চাইবে তাকে আর সেটি একমাত্র আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরেই আসবে। সুতরাং এর থেকে সুরক্ষিত প্রক্রিয়া আর কিছু হতে পারে না। এটি চালু করবেন এইভাবে Settings – Password and Security – two-factor authentication – Login code send to mobile number অপশনে ক্লিক করে সক্রিয় করে নিন।