Smartphone Virus: গেরিলা ভাইরাস থেকে কি করে রক্ষা করবেন আপনার স্মার্টফোনটি কে, রইল বিস্তারিত তথ্য

৮৯ লাখ এরও বেশী অ্যান্ড্রয়েড ডিভাইসকে সংক্রামিত হয়েছে বলে জানা যাচ্ছে, তবে কি করে সুরক্ষিত রাখবেন জেনেনিন।

ট্রেন্ড মাইক্রোর সুত্র অনুযায়ী, ৫০ টিরও  বেশি স্মার্টফোন (Smart Phone) নির্মাতাদের প্রায় ৮.৯ মিলিয়ন অর্থাৎ 89 লাখ স্মার্টফোনে ভাইরাস (Smartphone Virus) সংক্রামিত হয়েছে বলে জানা যাচ্ছে। ভাইরাস আক্রমণ নতুন নয়। প্রায়ই শোনা যায়, হ্যাকাররা বিশেষ কাউকে টার্গেট করে তাদের স্মার্টফোন হ্যাক করেছে  এবং তাদের গোপন তথ্য চুরি করে নেয়। এই গোপন তথ্য গুলি মোটা অঙ্কের টাকার বিনিময়ে কালো বাজারে বিক্রি করা হয়। 

সুত্র অনুযায়ী জানা যাচ্ছে, এই ভাইরাস (Virus) এর প্রভাব একাধিক দেশে যেমন – ভারত, ইউএসএ, মেক্সিকো, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, অ্যাঙ্গোলা, ফিলিপাইন এবং আর্জেন্টিনা ইত্যাদি। 

সম্প্রতি এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, লেমন গ্রুপ নামে একটি সাইবার ক্রাইম সংস্থা এই গেরিলা (Guerilla) নামে ম্যালওয়্যার ইনস্টল করেছে বলেছে মনে করা হছে। এই ভাইরাসটি ১৮০ টিরও বেশী দেশে ছরিয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ভাইরাস জনপ্রিয় সোশাল মিডিয়া প্লাটফর্ম হোয়াটসঅ্যাপকেও (WhatsApp) নিয়ন্ত্রণ করতে সক্ষম। 

আপনার ফোনে ভাইরাস আছে কিনা বুঝবেন কি করে?

  • আপনার স্মার্টফোন না করেও গরম হয়ে যাচ্ছে। 
  • ডেটা ব্যাবহার না করা সত্তেও দ্রুত ডেটা শেষ হয়ে যাচ্ছে।
  • দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে।
  • ঘন ঘন ফোনের স্ক্রীনে বিজ্ঞাপন দেখাছে।
  • ফোনে সেভ থাকা কনট্যাক্টে স্প্যাম মেসেজ যাচ্ছে আপনার নম্বর থেকে।

ভাইরাস থেকে আপনার স্মার্টফোনটি কে রক্ষ্যা করবেন কি করে ?

কোনো থার্ড-পার্টি ওয়েবসাইট থেকে এপিকে (APK) ডাউনলোড করে ইনস্টল করবেন না। এপিকে (APK) ডাউনলোড করার জন্যে, অ্যান্ড্রয়েডে গুগল প্লে স্টোর এবং আইফোনে অ্যাপল অ্যাপ স্টোর ব্যবহার করুন। যে কোন অ্যাপ ইন্সটল করার আগে ফোনের বিভিন্ন পার্মিশন চাইবে। এই পার্মিশন দেওয়ার ভালো করে সব চেক করুন তারপর পার্মিশন। প্রয়জনে ভালো রিভিউ দেখে অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার ইনস্টল করুন।

আরো পড়ুন